AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Abhijit Ganguly: আর কটা দিন আছে, যাওয়ার আগে কিছু করে যাব: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Ganguly: ২০২৪ সালে অবসর নেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আইনজীবী মহলের মতে, অবসরের আগেই কিছু একটা করে যাওয়ার কথা বলেছেন তিনি।

Justice Abhijit Ganguly: আর কটা দিন আছে, যাওয়ার আগে কিছু করে যাব: বিচারপতি গঙ্গোপাধ্যায়
বিচারপতি গঙ্গোপাধ্যায়
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 8:29 PM
Share

কলকাতা: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একের পর এক মামলা উঠেছে তাঁর এজলাসে। শুধু গুরুত্বপূর্ণ রায়ই নয়, অনেক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণও দিয়েছেন তিনি। বারবার বলেছেন, আসল অপরাধীদের ধরার কথা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একের পর এক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্তভার পেয়েছে সিবিআই ও ইডি। এবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘যাওয়ার আগে কিছু করে যাব।’ শুধু তাই নয়, তাঁর মুখে শোনা গেল বিপ্লব দীর্ঘজীবী হওয়ার কথাও। মঙ্গলবার এজলাসে আইনজীবীদের সঙ্গে কথোপকথনের সময় এমনটা বলেছেন তিনি।

ভরা এজলাসে বসে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আর কটা দিন আছে। চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব।’ এ কথা শুনে এজলাসে উপস্থিত আইনজীবী কল্লোল বসু বলেন, ‘বিল্পব দীর্ঘজীবী হোক।’ আইনজীবীর কথা শুনে বিচারপতিও বলেন, ‘বিল্পব দীর্ঘজীবী হবেই।’ উল্লেখ্য, ২০২৪ সালে অবসর নেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আইনজীবী মহলের মতে, অবসরের আগেই কিছু একটা করে যাওয়ার কথা বলেছেন তিনি।

আইনজীবীদের একাংশ এদিন উল্লেখ করেন, বিচার ব্যবস্থার ওপর মানুষ ভরসা করছে, মানুষের মনে নতুন আশা জেগেছে। আইনজীবী কল্লোল বসু আরও বলেন, “আদালতে সাধারণ মানুষ আসেন। কেন তাঁরা বার বার বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘরে মামলা করতে চান?” এরপর কথোপকথনের শেষে বিচারপতি আবারও বলেন, “কিছু করে যাব। এইভাবে চলতে পারে না।” তিনি আরও বলেন, “যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ।”

কিছুদিন আগেই নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন কিছুটা হতাশার সুরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে, আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না।” শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় ‘ধেড়ে ইঁদুর’ ধরা পড়লে বলেও মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন ‘ঢাকি শুদ্ধ বিসর্জন’ দেওয়ার কথাও। উল্লেখ্য, প্রাথমিক থেকে স্কুল সার্ভিস কমিশন, নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা এখনও চলছে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে।