Juvabharati Case: ফের খারিজ শতদ্রুর জামিনের আবেদন

Juvabharati Case: মেসি ইভেন্টে কমবেশি ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। এই সংখ্যার মধ্যে অনলাইন অ্যাপে প্রায় ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল। সব মিলিয়ে শতদ্রুর দুটি অ্যাকাউন্টে ২১ কোটি ৯৪ লক্ষ টিকিট বিক্রির টাকা জমা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে শতদ্রুর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা জমা হয়েছে।

Juvabharati Case: ফের খারিজ শতদ্রুর জামিনের আবেদন
শতদ্রু দত্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2026 | 6:26 PM

কলকাতা: মেসি কাণ্ডে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের জামিনের আবেদন ফের খারিজ করল বিধাননগর মহকুমা আদালত। শুক্রবার বিধান নগর আদালতের শুনানিতে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত শতদ্রুকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ বিচারকের।স্টেডিয়ামের ভিতরের ১ কোটি ৪১ লক্ষ পরিমাণ সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে হিসেব দেখিয়েছে সরকারি আইনজীবী। সেইসঙ্গে টিকিট টাকা বিক্রির টাকা জেলাশাসক মারফতে ফেরত দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহতির ১০৭ নম্বর ধারায় আবেদন জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।

মেসি ইভেন্টে কমবেশি ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। এই সংখ্যার মধ্যে অনলাইন অ্যাপে প্রায় ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল। সব মিলিয়ে শতদ্রুর দুটি অ্যাকাউন্টে ২১ কোটি ৯৪ লক্ষ টিকিট বিক্রির টাকা জমা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে শতদ্রুর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা জমা হয়েছে।

সরকারি আইনজীবী বিচারককে জানিয়েছেন, পুলিশি তদন্তের গতিতে ইতিমধ্যে প্রতারিত ১৩২৯ জন দর্শক টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন। যার মধ্যে ১০৮ জনকে চিহ্নিত করে, জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সেই সঙ্গে সরকারি কৌশলে আরও জানিয়েছে, শতদ্রু ঘনিষ্ঠ চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তারা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে পুলিশকে। এই পরিস্থিতিতে শতদ্রু যদি জামিন পান, তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। তদন্ত প্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।