কলকাতা: ইডি দফতরে এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। কিছু ফাইল নিয়ে এ দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। গোয়েন্দা সূত্র মারফত খবর, আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসাব দিতেই এ দিন ইডি দফতরে এসেছেন প্রিয়দর্শিনী।
জানা গিয়েছে, এ দিন মাত্র দশ মিনিট ছিলেন তিনি ED দফতরে। তারপরই গাড়িতে উঠে বেরিয়ে যান। তবে কী কারণে আজ সিজিও-তে এসেছেন তা জানতে চাওয়া হলে কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। সাংবাদিকদের রীতিমত ধাক্কা দিয়েই গাড়িতে উঠে পড়েন।
প্রসঙ্গত, ইডি-র দাবি শুধু জ্যোতিপ্রিয় একাই নন দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও। শুক্রবার আদালতে এহেন দাবি করেন গোয়েন্দা আধিকারিকরা। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, ২০১৫-১৬ সালে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায়, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর স্ত্রীর অ্য়াকাউন্টে থাকা টাকার হিসেবে দেখান ৪৫ হাজার টাকা। ইডির দাবি, পরের বছরই দেখা যায় সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৬ কোটি কোটি ! ওই দিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, জ্য়োতিপ্রিয় মল্লিক নিজের বাড়ির পরিচারক থেকে রাঁধুনির নামে কোম্পানি খুলেছিলেন। ইডির আইনজীবী বনমন্ত্রীর স্ত্রী ও মেয়ের কথা উল্লেখ করে দাবি করেন, তাঁদের বাড়িতে এমন সিল ও স্ট্যাম্প পাওয়া গিয়েছে, যে কোম্পানির নামই পরিবার জানে না বলে দাবি করেছে।