Priyadarshini Mallick: বালু-কন্যা কি সচিব পদ হারাচ্ছেন? কী করতে চলেছে বিকাশ ভবন…

Jyotipriya Mallick: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেফতারির পর থেকেই বারবার শিরোনামে উঠে এসেছেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। তিনি বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত। কলকাতার আশুতোষ কলেজের অধ্যাপিকাও তিনি। এছাড়া টিউশনও পড়ান।

Priyadarshini Mallick: বালু-কন্যা কি সচিব পদ হারাচ্ছেন? কী করতে চলেছে বিকাশ ভবন...
প্রিয়দর্শিনী মল্লিক।Image Credit source: Facebook

| Edited By: সায়নী জোয়ারদার

Nov 02, 2023 | 5:53 PM

কলকাতা: দল যে বালুর পাশে রয়েছে ঠারেঠোরে এতদিন বুঝিয়েছেন দলের নেতারা। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এ নিয়ে। এবার বিকাশভবনও জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের পাশেই থাকছে বলে সূত্রের খবর। জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। সূত্রের দাবি, এখনই বালু-কন্যার পদ যাচ্ছে না। বিকাশ ভবন প্রিয়দর্শিনীর পাশেই। ‘আপত্তি’ থাকলেও এখনই পদ যাচ্ছে না তাঁর। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জেলা সফরে যাবেন সংসদ সভাপতি ও সচিব। তবে জেলা সফরে সতর্ক থাকবে সংসদ। প্রিয়দর্শিনীর জেলা সফরে কাটছাঁট হতে পারে বলেও সূত্রের খবর।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেফতারির পর থেকেই বারবার শিরোনামে উঠে এসেছেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। তিনি বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত। কলকাতার আশুতোষ কলেজের অধ্যাপিকাও তিনি। এছাড়া টিউশনও পড়ান।

কিছুদিন আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বসেন প্রিয়দর্শিনী মল্লিক। কিন্তু জ্যোতিপ্রিয় ইডির হাতে গ্রেফতার হওয়া ইস্তক বারবার সম্পত্তি সংক্রান্ত নানা বিতর্কে প্রিয়দর্শিনীর নাম উঠেছে। সেখান থেকেই প্রশ্ন উঠছিল, দুর্নীতি মামলায় বারবার যাঁকে নিয়ে এত চর্চা, তিনি কি এরকম গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকারী? বিভিন্ন শিক্ষক সংগঠনও এ নিয়ে সরব হয়। অনেকেই এই পদে প্রিয়দর্শিনীকে রাখা নিয়ে আপত্তির কথা জানিয়েছেন। তবে এখনও পদ থেকে বালু-কন্যাকে সরানো হচ্ছে না বলেই সূত্রের খবর।