কলকাতা: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিবের দায়িত্ব পেলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। ইতিমধ্য়েই রাজ্যের স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। বর্তমানে আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজির অধ্যাপক হিসাবে কাজ করছেন প্রিয়দর্শিনী দেবী। সূত্রের খবর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদটি দীর্ঘদিন থেকেই ফাঁকা পড়েছিল। এবার সেই জায়গাতেই বসতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। আগামী ৩ বছরের জন্য তিনি এই পদে থাকবেন বলে খবর।
এদিকে এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইন চার্জ বা দায়িত্বপ্রাপ্ত সচিব হিসাবে কাজ করছিলেন তাপস মুখোপাধ্যায়। কিন্তু, ছিল না কোনও স্থায়ী সচিব। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মহুয়া দাসের আমলেও কাজ করেছিলেন এই তাপসবাবু। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর কাজের মেয়াদ ছিল বলে খবর। কিন্তু, প্রিয়দর্শিনী দেবী নতু দায়িত্ব পাওয়ায় সরে যেতে হচ্ছে তাঁকে। তাঁর নিয়োগপত্রে সই রয়েছে রাজ্যের ডেপুটি সেক্রেটারির। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আইন, ১৯৭৫ এর ১৭ ধারার ১ উপধারা বলে তাঁর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। অনুমোদন রয়েছে খোদ রাজ্যপালের।
ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা জানতে পেরেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামীতে প্রিয়দর্শিনী দেবীর সঙ্গে একযোগে কাজ করে সংসদকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশাবাদী তিনি। এদিন টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা আমি শুনেছি। অর্ডারও হাতে পেয়েছি। আশা করি উনি খুব ভালভাবে কাজ করবেন। আমরা একসঙ্গে কাউন্সিলকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আশা করছি।”