
কলকাতা: কবীর সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল লালবাজারে। জাতির কথা নামক সংগঠনের তরফে অভিযোগ দায়ের। বছর কয়েক আগে হিন্দু নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন কবীর সুমন। সেই ঘটনা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন জয়জিৎ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। অভিযোগপত্র গ্রহণ করেছে লালবাজার।
কিন্তু কেন অভিযোগ?
অভিযোগকারী জয়জিৎ ভট্টাচার্যের বক্তব্য, “প্রধান কারণ, কবীর সুমনের প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে। করোনার আগে ২০১৭-১৮ সালে পোস্টে লেখা…’হা গা…গায়ে গন্ধ বোকা, হিন্দু। এই নিয়ে আমরা যখন খড়দহ থানায় আমরা অভিযোগ করতে যাই, তখন অভিযোগ তো নেয়নি, উল্টে আমাদেরই নানাভাবে হেনস্থা করা হয়েছিল। আমরা লড়াই করেছিলাম। হিন্দু ধর্মকে অপমান করেছেন।”
অভিযোগকারীর বক্তব্য, “তুমি যত বড়ই হোন না কেন, ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করতে পারো না। তিনি ইচ্ছাকৃতভাবেই এটা করেছিলেন, কারণ তারপরও ফেসবুকে পোস্ট ডিলিট করেননি।দ্বিতীয়ত, ২০২২ সালে এক সাংবাদিক যখন তাঁকে ফোন করেন, তখন তিনি বলেছিলেন বাঙালির মাকে ধর্ষণ করি। মহিলাদের প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিলেন। দু-তিন বছর হয়ে গিয়েছে, কোনও পদক্ষেপ করা হয়নি।”
যদিও এবিষয়ে TV9 বাংলাকে কবীর সুমন বলেছেন, “এবিষয়ে আমি কিছুই জানি না। পুলিশ এলে তো আমার কাছে আসবেই।”