Kaikhali: কেউ টেরটুকু পাননি নামকরা এই নেলআর্টের দোকানে এইসব হত, জানাজানি হতেই মাথায় হাত কৈখালীর বাসিন্দাদের

Kaikhali: মূলত, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে ফোন করে মেয়াদ উত্তীর্ণ ইন্সুরেন্সের টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে প্রতারণার চক্র চালানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, মোবাইল ফোন সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে।

Kaikhali: কেউ টেরটুকু পাননি নামকরা এই নেলআর্টের দোকানে এইসব হত, জানাজানি হতেই মাথায় হাত কৈখালীর বাসিন্দাদের
কৈখালীতে কি হচ্ছে?Image Credit source: Facebook and Jeremy Moeller/Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 06, 2025 | 10:10 AM

কৈখালি: ব্যস্ততম রাস্তা কৈখালী। স্কুল-অফিসের জন্য এই রাস্তা দিয়ে বেশিরভাগ মানুষই যাতায়াত করেন। সেই কৈখালীতেই একটি নেল আর্টের দোকান তৈরি হয়েছিল। কিন্তু এলাকাবাসী হয়ত ভাবতেই পারেনি এর পিছনে ঘটছিল এমন ঘটনা।

জানা গিয়েছে, কৈখালী চিরিয়ামোড় এলাকায় একটি নেল আর্টের দোকানে ভুয়ো কল সেন্টার চলছিল রমরমিয়ে। গোপন সূত্রে সেই হদিস পান এয়ারপোর্ট থানার পুলিশ। আর দেরী না করে দ্রুত অভিযানে নামে এয়ারপোর্ট থানার পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেন তাঁরা। তবে কর্মীরা গ্রেফতার হলেও ওই কল সেন্টারের মালিক পালিয়ে গিয়েছিলেন সেই সময়। যদিও পরে তদন্ত এগোতেই গ্রেফতার হন সন্দীপ বর ও সোমা সেনগুপ্ত নামে দু’জন। কলকাতার একটি হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে ফোন করে মেয়াদ উত্তীর্ণ ইন্সুরেন্সের টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে প্রতারণার চক্র চালানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, মোবাইল ফোন সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে। এয়ারপোর্ট থানার পুলিশ ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তুলবে। সেখানে নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এয়ারপোর্ট থানার পুলিশ। এখনো পর্যন্ত কতজনকে তারা প্রতারণা শিকার বানিয়েছে এই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।