Kalighater Kaku: ‘গলা’ দিতে রাজি ‘কালীঘাটের কাকু’, নিয়োগ মামলায় মঙ্গলেই ‘মঙ্গল’ হবে সিবিআইয়ের?

Kalighater Kaku: 'কাকু'র এই হাজিরা ও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের উপরই অনেকাংশে দাঁড়িয়ে আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত। জানা গিয়েছে, মঙ্গলবার সিবিআই তরফে সংগ্রহ করা হবে এই নমুনা।

Kalighater Kaku: গলা দিতে রাজি কালীঘাটের কাকু, নিয়োগ মামলায় মঙ্গলেই মঙ্গল হবে সিবিআইয়ের?
সুজয়কৃষ্ণ ভদ্রImage Credit source: ফাইল চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Feb 11, 2025 | 12:24 PM

কলকাতা: সাড়া দিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। এর আগে পাঁচ বার তলব। প্রতিবারেই হাজিরা দিতে হাজার টালবাহানা। অবশেষে ষষ্ঠবারে আদালতে এলেন ‘কাকু’।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের উপস্থিতিতে আজই হবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। এর আগে আদালতে ‘কাকু’কে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেও অসুস্থতার কারণ দেখিয়ে বিচারকের ডাকা সাড়া দেননি তিনি। তবে এবার অবশেষে তিনি এসেছেন। আর ‘কাকু’র আগমন দিয়ে মঙ্গলে ‘মঙ্গল’ হতে পারে সিবিআইয়ের এমনটাই মনে করছেন অনেকে।

‘কাকু’র গুরুত্ব

‘কাকু’র এই হাজিরা ও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের উপরই অনেকাংশে দাঁড়িয়ে আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত। জানা গিয়েছে, মঙ্গলবার সিবিআই তরফে সংগ্রহ করা হবে এই নমুনা। সেই জন্যই সশরীরে আদালতে হাজির হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। এরপর শুরু হবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া। তারপর সেই নমুনার সঙ্গে তাদের কাছে থাকা নমুনাগুলি মিলিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের আগে একই ঝক্কি পোহাতে হয়েছিল ইডিকেও। ‘কাকু’র কণ্ঠস্বর সংগ্রহ করতে রীতিমতো কাল-ঘাম ছুটে গিয়েছিল তাদের। বারংবার অসুস্থতাকে ‘ঢাল’ করে আদালতে হাজিরা দেননি সুজয়কৃষ্ণ।

সম্প্রতি, সেই ইডির মামলাতেই জামিন পেয়েছেন তিনি। বারংবার অসুস্থতা। মাঝে জেলযাত্রার একটা পর্ব কেটেছে এসএসকেএম। তারপর অবশেষে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলা থেকে রেহাই পান সুজয়কৃষ্ণ। তবে সম্পূর্ণ ঝাড়া হাত-পা হয়ে ওঠেননি তিনি।

তাঁর আবেদনের ভিত্তিতে সুজয়কৃষ্ণকে শর্তসাপেক্ষ জামিন দেয় কলকাতা হাইকোর্ট। হয় না জেলমুক্তি। পাশাপাশি, পাসপোর্ট জমা রাখা, ট্রায়াল কোর্টে হাজিরা ও মোবাইল নম্বর একই রাখা-সহ একাধিক শর্ত আরোপ করা হয় তাঁর উপর।