Kalyan Banerjee: ‘বলছে অ্যারেস্ট হিম…আমাকে জেলে ঢোকাবে, এরা কারা!’, তৃণমূলের মহিলা এমপি-র সঙ্গে কী ঘটেছিল কল্যাণের
Kalyan Banerjee: সম্প্রতি নির্বাচন কমিশনের দফতরে এক মহিলা সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বাদানুবাদে জড়িয়ে পড়েন। দলের এক মহিলা সাংসদকে কটূক্তি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশি হস্তক্ষেপের দাবিও জানান ওই মহিলা সাংসদ।

নয়া দিল্লি: বিজেপি নেতা অমিত মালব্যের পোস্ট ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজনীতি। নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলেরই দুই সাংসদের মধ্যে তুমুল ঝগড়া। মহিলা সাংসদকে কটূক্তির অভিযোগ উঠেছে বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সে দিন ঠিক কী ঘটেছিল, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা বলেন কল্যাণ।
কমিশনে জমা দেওয়া স্মারকলিপিতে স্বাক্ষর নেই কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মহিলা সাংসদ। কল্যাণ বলেন, “নাম নেই তো আমি কী করব। নির্দেশ মতো আমি কাজ করেছি।” সেই ইস্যুতেই বাক-বিতণ্ডার শুরু। কল্যাণের স্পষ্ট উত্তর, ও চিৎকার করছিল, আমিও চিৎকার করেছি।
এরপরই নাকি মহিলা সাংসদ কর্তব্যরত বিএসএফ-কে ডেকে কল্যাণকে গ্রেফতার করতে বলেন, এমনটাই দাবি সাংসদের। শ্রীরামপুরের সাংসদ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, “ছুটে গিয়ে বিএসএফ-কে বলছে, অ্যারেস্ট হিম-অ্যারেস্ট হিম। আমার মতো লোককে বলছে অ্যারেস্ট হিম! এরা কারা! আমি সিপিএমের বিরুদ্ধে লড়ে আসা নেতা।” কল্যাণের প্রশ্ন, যদি ঝগড়া হয়েও থাকে, তাহলেও কেন এভাবে ডেকে গ্রেফতার করতে বলা হবে?
তবে মহিলার সাংসদের প্রতি তিনি কোনও অশালীন শব্দ ব্যবহার করেননি বলে জানিয়েছেন কল্যাণ। তবে তিনি বলেন, “ওই মহিলা সাংসদ আমাকে ছোটলোক বলেছে।”
