Kalyan on Dilip Marriage: বউকে খুশি রাখলে কী হয়? দিলীপ ঘোষকে পরামর্শ দিলেন কল্যাণ
Kalyan on Dilip Marriage: পরিবারের লোকজনের উপস্থিতিতেই সব রীতি সম্পন্ন হল। বিয়ে করলেন দিলীপ। শাসক দলের একাধিক নেতাই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন এদিন।

কলকাতা: বৈশাখের সন্ধ্যায় চার হাত এক হল। সব রীতি মেনে বিয়ে সারলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ৬১ বছর বয়সে দিলীপ বিয়ের পিঁড়িতে বসায়, তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। তবে এই বিয়েতে কোনও অস্বাভাবিকতা দেখছেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, “বিয়ে করাটা কোনও অপরাধ নয়। বিয়ে করতেই পারেন, তাঁর ব্যক্তিগত ব্যাপার।” বাংলায় বা জাতীয় রাজনীতিতে বেশি বয়সে বিয়ে করার নজিরও যে খুব কম নেই, সে কথা মনে করিয়ে দিয়েছেন কল্যাণ। তবে সব শেষে সাংসারিক জীবন নিয়ে দিলীপকে পরামর্শ দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ।
তিনি বলেন, “সফল পুরুষ হতে গেলে বউয়ের কথা শুনে চলতে হবে, এটা কিন্তু আমি বলে দিলাম। বউয়ের সঙ্গে যদি ঝগড়া করে, বেশি পেশী দেখায়, তাহলে কিন্তু মুস্কিল আছে।” তাঁর কথায়, “বউকে খুশি রাখলে তবে বাইরের জগতে কাজ করা যায়।”
বৃহস্পতিবার দিলীপের বিয়ের খবরে শোরগোল পড়ে গিয়েছিল। শুক্রবার হয়ে গেল মালাবদল। নিউ টাউনের আইডিয়াল ভিলায় আজ হল বিয়ের অনুষ্ঠান। অতিথি বলতে তেমন কেউ ছিলেন না। পরিবারের লোকজনের উপস্থিতিতেই সব রীতি সম্পন্ন হয়। শাসক দলের একাধিক নেতাই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন এদিন।
