কলকাতা: বাংলায় চার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আগামী ১০ই জুলাই উপভোট রয়েছে মানিকতলায়। সেখানে বিজেপি-র হয়ে লড়াই করবেন কল্যাণ চৌবে। একুশের বিধানসভা ভোটেও মানিকতলা থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনিই। কিন্তু পরাস্ত হয়েছিলেন সাধন পাণ্ডের কাছে। এবার তৃণমূলের প্রার্থী তথা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে তাঁর লড়াই।
২০১৯ সালে কল্যাণবাবু লড়াই করেছিলেন কৃষ্ণনগর লোকসভায়। এরপর ২০২১ সালে মানিকতলা বিধানসভা লড়েন। কিন্তু দুটোতেই পরাজয় ঘটে তাঁর। তবে মাঠে বারবার করে ‘গোল সেফ’ করেছেন। এবারও লড়ছেন। কী হতে পারে? কল্যাণ চৌবে বলেন, “মাঠে ফুটবল খেলা আর নির্বাচন লড়া সম্পূর্ণ আলাদা বিষয়। প্রতিটি লড়াই সাহস ইচ্ছাশক্তির বিষয় থাকে। আমার কাছে আনন্দ ও গৌরবের যে বিজেপি আমাকে মানিকতলা উপনির্বাচনে টিকিট দিয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।”
বিজেপি প্রার্থীর কথায় দীর্ঘদিন ধরে মানিকতলা বিধায়কহীন। পরিষেবা থেকে বঞ্চিত। তাই তিনি চেষ্টা করবেন মানুষের সমর্থন পেলে তাদের পরিষেবা দিতে। ২০২৪ সালের এই নির্বাচনে কি জয়ী হতে পারবেন? সেই উত্তর দিতে গিয়ে বিজেপি প্রার্থী বলেন, “মানুষের বিশ্বাস যদি লাভ করতে পারি তাহলে না জেতার কোনও কারণ দেখছি না। তবে আমি আশাবাদী।”