শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র ভাল আছেন, জানালেন চিকিৎসকরা

Apr 21, 2021 | 5:03 PM

পঞ্চম দফার ভোটের দিন অর্থাৎ গত শনিবারও মদন মিত্রের (Madan Mitra) শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র ভাল আছেন, জানালেন চিকিৎসকরা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র (Madan Mitra)। যদিও বুধবার বিকেলে চিকিৎসকরা জানান, আপাতত ভাল আছেন তিনি, ঘুমিয়েছেন। শ্বাসকষ্ট এখন আর নেই। বুকের এক্স-রেও করা হয়েছে। তার রিপোর্টেও খারাপ কিছু আসেনি। আরও কয়েকটা পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট হাতে এলে মদন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানা যাবে। তবে এদিন হাসপাতালেই থাকছেন তৃণমূলের এই নেতা। বৃহস্পতিবার কিংবা শুক্রবার বাড়ি ফিরতে পারেন তিনি।

শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে। উডবার্নে রাখা হয়েছে এই তৃণমূল নেতাকে। পঞ্চম দফার ভোটের দিন অর্থাৎ গত শনিবার থেকেই তাঁর শ্বাসের সমস্যা হচ্ছিল। এরইমধ্যে বুধবার তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: করোনা কড়চা: বিপদের ঝুঁকি এড়াতে ভ্যাকসিনের লাইনে সারি সারি ইটের টুকরো!

সেদিন চিকিৎসকরা জানিয়েছিলেন, সারাদিনের স্ট্রেস থেকে সমস্যা হয়েছিল মদনবাবুর। প্রেসার, সুগার ঠিকই আছে। তবে বিশ্রাম দরকার। পরে একটা ইসিজিও করতে হবে। সূত্রের খবর, মঙ্গলবার থেকে ফের শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। বুধবার তা গুরুতর অবস্থায় পৌঁছয়। ব্লাড প্রেসারের সমস্যা হচ্ছিল। সোডিয়ামের মাত্রাতেও কিছুটা গোলমাল দেখা যায়। এরপরই এসএসকেএমের উডবার্নে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। চিকিৎসক নীলাদ্রি সরকার, এ কে পাল ও ঋতব্রত মৈত্র দেখছেন তাঁকে।

Next Article