Kasba Case: ছাত্রীর অশ্লীল ভিডিয়ো তুলে দিনের পর দিন ব্ল্যাকমেল! গুণের শেষ কসবা-কাণ্ডে ধৃত টিএমসিপি নেতার

Kasba Case: আরও একাধিক অভিযোগ সামনে আসছে। গুন্ডা পাঠিয়ে ছাত্র পেটানো থেকে শুরু করে বাবা-মাকে গ্রেফতার পর্যন্ত করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হত বলে অভিযোগ।

Kasba Case: ছাত্রীর অশ্লীল ভিডিয়ো তুলে দিনের পর দিন ব্ল্যাকমেল! গুণের শেষ কসবা-কাণ্ডে ধৃত টিএমসিপি নেতার
কসবাকাণ্ডে মূল অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 28, 2025 | 6:08 PM

কলকাতা: কসবা-কাণ্ডে যে তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে গ্রেফতার করা হয়েছে তাঁর বিরুদ্ধে শুধুমাত্র এই গণধর্ষণের অভিযোগে নয়, অভিযোগ রয়েছে বহু। বালিগঞ্জ, কসবা, কালীঘাট সহ কলকাতা শহরের একাধিক থানায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এমনকী এই কসবার আইন কলেজের এক ছাত্রীর অশ্লীল ভিডিয়ো তুলে তাঁকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছিল বলেও অভিযোগ।

কলেজে দাদাগিরি দেখানোর অভিযোগ উঠেছিল আগেই। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত যুবক শুধুমাত্র শাসকদলের ছাত্রনেতাই নন, ওই আইন কলেজের অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করতেন তিনি। গত বুধবার সেই কর্মীর বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলেও সূত্রের খবর।

সেই অভিযোগের পর আরও একাধিক অভিযোগ সামনে আসছে। গুন্ডা পাঠিয়ে ছাত্র পেটানো থেকে শুরু করে বাবা-মাকে গ্রেফতার পর্যন্ত করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হত বলে অভিযোগ। ইতিমধ্যেই টিভি নাইন বাংলার হাতে এসেছে এক ছাত্রীর সঙ্গে তোলা ভিডিয়ো। তবে শালীনতার কারণে সেই ভিডিয়ো সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এদিকে বিরোধী দল বিজেপি কসবা-কাণ্ডের অভিযোগ সামনে আসার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপি নেতার শঙ্কুদেব পণ্ডার দাবি, কলেজের একাধিক ছাত্রীকে ব্ল্যাকমেইল করেছেন ওই শাসকদলের নেতা। তার আরও দাবি, ভিডিয়ো তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন সম্পর্কে থাকতে বাধ্য। মৃত ব্যক্তির থেকে বাজেয়াপ্ত করা মোবাইল এবং ল্যাপটপ খতিয়ে দেখলে এসব তথ্য সামনে আসবে বলে দাবি করছে বিজেপি।