Alipore Court on Kasba Case: অভিযুক্তের ঘাড়ে লাভ-বাইট? কসবা-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি সামনে

Kasba Case: তবে কেন এই তত্ত্ব উল্লেখ করলেন কোর্টে? এর সাপেক্ষে কোনও যুক্তি মঙ্গলবার আদালতের সামনে নিয়ে আসেননি তিনি। আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল ও বাকি যে অভিযুক্তরা রয়েছেন তাঁরা তদন্তে সাহায্য করছেন।

Alipore Court on Kasba Case: অভিযুক্তের ঘাড়ে লাভ-বাইট? কসবা-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি সামনে
জোকা কাণ্ডে সওয়াল-জবাবImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 01, 2025 | 9:31 PM

কলকাতা: কসবাকাণ্ডে অভিযুক্তদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলে পুলিশ। আর সেখানেই বিস্ফোরক দাবি করলেন মূল অভিযুক্তের আইনজীবী। তিনি তাঁর মক্কেলের জামিন না চেয়েও তুলে দিলেন বড় প্রশ্ন। তাঁর দাবি, নির্যাতিতার শরীরে যেমন আঁচড়ের দাগ মিলেছে, তেমনই মূল অভিযুক্তের ঘাড়ে মিলেছে লাভ বাইট। এখন প্রশ্ন আদালতে এই বিষয়টি তুলে ধরে কী প্রমাণ করতে চাইছেন অভিযুক্তের আইনজীবী?

আজ আদালতে শুনানি চলার সময় অভিযুক্তের আইনজীবী সরাসরি প্রশ্ন তুলে দেন নির্যাতিতার করা অভিযোগ নিয়ে। ভরা এজলাসে অভিযুক্তের আইনজীবীর দাবি, গণধর্ষণ হয়নি। তাঁর বক্তব্য, অভিযুক্তের ঘাড়ে একটি ‘লাভ বাইট’ পাওয়া গিয়েছে। এই তত্ত্বকে খাড়া করেই এ দিন অভিযুক্তের আইনজীবী গণধর্ষণের ঘটনাকে কার্যত নস্যাৎ করেছেন কোর্টে। আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে।

তবে কেন এই তত্ত্ব উল্লেখ করলেন কোর্টে? এর সাপেক্ষে কোনও যুক্তি মঙ্গলবার আদালতের সামনে নিয়ে আসেননি তিনি। আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল ও বাকি যে অভিযুক্তরা রয়েছেন তাঁরা তদন্তে সাহায্য করছেন। এখনই অভিযুক্তের আইনজীবী পুরো বিষয়টি খলসা করতে নারাজ। তবে আজকের এই শুনানির পর একটাই প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে কি মূল অভিযুক্তের আইনজীবী প্রমাণ করতে চাইছেন যে গণধর্ষণ নয়, উভয়ের সম্মতিতেই এই ঘটনা ঘটেছে?

অভিযুক্তের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় সংবাদ-মাধ্যমে বলেন, “খালি বলা হচ্ছে মেয়েটির শরীরে আঁচড়ের দাগ রয়েছে। কিন্তু বিপক্ষের উকিল কি এই কথাটা বলেছেন আমার মক্কেলের ঘাড়ে লাভ বাইট পাওয়া গিয়েছে? এটা বলা হয়নি। যদি রেপ হয় তাহলে কখনও লাভ বাইট পাওয়া যায় না।”