Kasba Case: ‘জানি না কীভাবে পরিচালন কমিটি এই সিদ্ধান্ত নিল’, সাউথ ক্যালকাটা ল কলেজের অনির্দিষ্টকালের বন্ধের নোটিসে বিরক্ত ব্রাত্য

Kasba Case: শিক্ষামন্ত্রীর বক্তব্য, "কলেজ কর্তৃপক্ষ কী ভাবে এই সিদ্ধান্ত নিল জানি না। ক্যাম্পাসে পঠনপাঠন চালু থাকারই কথা। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে।" বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

Kasba Case: জানি না কীভাবে পরিচালন কমিটি এই সিদ্ধান্ত নিল, সাউথ ক্যালকাটা ল কলেজের অনির্দিষ্টকালের বন্ধের নোটিসে বিরক্ত ব্রাত্য
সাউথ ক্যালকাটা ল' কলেজImage Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 02, 2025 | 5:43 PM

কলকাতা:  কসবা গণধর্ষণকাণ্ডের জের। অনির্দিষ্ট কালের জন্য কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। কিন্তু তাতে বিরক্ত  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  কলেজ পরিচালন সমিতি আচমকাই ক্যাম্পাস বন্ধ করে দেওয়ায় অসন্তুষ্ট। এ ব্যাপারে তাঁর বক্তব্য, “কলেজ কর্তৃপক্ষ কী ভাবে এই সিদ্ধান্ত নিল জানি না। ক্যাম্পাসে পঠনপাঠন চালু থাকারই কথা। আশা করছি, ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে।” বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

কলেজের ছাত্রী বলেন, “আমাদের কলেজের তরফ থেকে কিছু জানানো হয়নি। আমাদের কাছে রবিবার রাতে নোটিস আসে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে। পড়াশোনার ভীষণই ক্ষতি হবে। আমাদের রেজাল্ট আটকে রয়েছে। জুনিয়রসদের পরীক্ষা আটকে রয়েছে। কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এখানে ছাত্রছাত্রীরা প্রফেশন্যাল ডিগ্রি নিতে আসে, এখানে এসব হচ্ছে।”

কলেজে আগে থেকেই ক্লাস ঠিক মতো না হওয়ার অভিযোগ তুলছিলেন ছাত্রছাত্রীরা। তার মধ্যেই এই ধরনের নোটিসে স্বাভাবিকভাবেই তাঁরা নিজেদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায়।

এদিকে, এই ঘটনায় মূল অভিযুক্তের বার কাউন্সিলের লাইসেন্স বাতিল হবে কি না, তা নিয়ে মিটিং ডাকেছে বার কাউন্সিল। আগেই তাঁকে কলেজের অস্থায়ী পদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর বার কাউন্সিলের লাইসেন্স থাকবে কিনা, তা নিয়েই সংশয়।