
কলকাতা: কসবার ল’ কলেজে গণধর্ষণের অভিযোগ। বড় সিদ্ধান্ত সাউথ ক্যালকাটা ল’ কলেজের গভর্নিং বডির। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কলেজ। সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কলেজের ছাত্রী বলেন, “আমাদের কলেজের তরফ থেকে কিছু জানানো হয়নি। আমাদের কাছে রবিবার রাতে নোটিস আসে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে। পড়াশোনার ভীষণই ক্ষতি হবে। আমাদের রেজাল্ট আটকে রয়েছে। জুনিয়রসদের পরীক্ষা আটকে রয়েছে। কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এখানে ছাত্রছাত্রীরা প্রফেশন্যাল ডিগ্রি নিতে আসে, এখানে এসব হচ্ছে।”
কলেজে আগে থেকেই ক্লাস ঠিক মতো না হওয়ার অভিযোগ তুলছিলেন ছাত্রছাত্রীরা। তার মধ্যেই এই ধরনের নোটিসে স্বাভাবিকভাবেই তাঁরা নিজেদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায়।
কলেজের এক ছাত্রী বলেন, “আমরা পড়ুয়া। কলেজের রেপুটেশন কম্প্রোমাইজড। যে ঘটনা ঘটেছে, নিরাপত্তার অভাবের জন্য যথেষ্ট। কলেজের ভেতর অজস্র লোক আই কার্ড ছাড়া ঢুকত।”
রবিবারই কলেজে গিয়ে বাধার মুখে পড়তে হয় জাতীয় মহিলা কমিশনকে। সোমবার কলকাতায় এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। লালবাজারে সিপি-র সঙ্গে দেখা করার পর তাঁদের ‘প্লেস অফ ওকারেন্স’ অর্থাৎ কলেজে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে তাঁরা আদৌ অনুমতি পান কিনা, তা নিয়েই সংশয়ে অনুসন্ধানকারী দলের সদস্যরা।
কলেজের এক ছাত্রী বলেন, “আমরা পড়ুয়া। কলেজের রেপুটেশন কম্প্রোমাইজড। যে ঘটনা ঘটেছে, নিরাপত্তার অভাবের জন্য যথেষ্ট। কলেজের ভেতর অজস্র লোক আই কার্ড ছাড়া ঢুকত।”