
কলকাতা: ‘জ্যেঠু’, যাঁর হাত ছিল কসবা গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তের মাথায়। অন্তত কলেজের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে অনেকের মুখেই এই ‘জ্যেঠু’ প্রসঙ্গ উঠে এসেছে। কিন্তু এই জ্যেঠু কে? তা নিয়েই উঠছিল বড় প্রশ্ন। এবার সামনে এল একটা বিস্ফোরক ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে বিধায়ক অশোক দেবকে ‘জ্যেঠু’ বলে সম্বোধন করছেন মূল অভিযুক্ত। কসবার আইন কলেজে একটি অনুষ্ঠান চলছিল। সেখানেই বিধায়ক অশোক দেবকে জ্যেঠু বলে সম্বোধন করেন মূল অভিযুক্ত। ইনিই কি তবে মূল অভিযুক্তের জ্যেঠু?
অশোক দেব সাউথ ক্যালকাটা ল’ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। একটি চেয়ারে বসেছিলেন। সেখানে মূল অভিযুক্ত তাঁকে ‘জ্যেঠু’ বলে ডাকছেন। আবার বিধায়ক তাঁর হাতও ধরে রেখেছিলেন।
এই বিষয়টি নিয়ে আগেই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “তৃণমূলের বিধায়ক অশোক দেববাবু কি জানতেন না? এই অভিযুক্তকে পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন। এরকম আরও তিনটি ছেলেকে আপনি ঢুকিয়েছেন, আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে। ঘটনার পর ভাইস প্রিন্সিপ্যাল যখন অশোকবাবুকে জানিয়েছিলেন, তিনি বলেন, দুদিন ছুটি রয়েছে, সোমবার দেখব। এত বড় ঘটনা, কীভাবে তিনি বলতে পারেন এই কথা!”
যদিও এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিধায়ক অশোক দেবের দাবি, “ওকে চিনতাম। এর থেকে বেশি কিছু নয়। অনেকেই তো আমার কাছে যায়। চেনা দুরকমের হয়। একটা হল এমনি চিনি, আরেকটা… খুব ভালভাবে চিনি। ওকে আমি এমনিই চিনতাম, কলেজে পড়ত, সেই সুবাদেই।” চাকরি পাওয়ার ব্যাপারে অশোক দেব বলেন, “আমাদের একটা ছেলের প্রয়োজন ছিল। ও কলেজে পড়ত। কোনও স্থায়ী চাকরি নয়। এবার চাকরি খতম। কলেজে থেকেও বহিষ্কার।”
সূত্রের খবর, আদালতে পুলিশও জানিয়েছে, মূল অভিযুক্ত বেশ প্রভাবশালী। সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, “ওকে আমরা কেউ চিনিই না। হয়তো মিছিলে হাঁটছে, পাশে দাঁড়িয়ে গিয়েছে। আমার মনে হয় না, চন্দ্রিমার সঙ্গে ওর কোনও পরিচয় ছিল। আমার বিশ্বাস হয় না, অশোক দেব এটাকে প্রশ্রয় দেবেন।”