Kasba Case: ঘটনার পর বাঁচতে প্রভাবশালী ছাত্রনেতাকে ফোন মূল অভিযুক্তের! কে দিয়েছিলেন অভয়বাণী?

Kasba Case: পুলিশ এখন বিজন সেতুর দুপারে রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। বালিগঞ্জের ফার্ন রোডে দেখা করার পরও থামেননি মূল অভিযুক্ত। সেখান থেকে তারপর তাঁর ডেস্টিনেশন হাজরা মোড়।

Kasba Case: ঘটনার পর বাঁচতে প্রভাবশালী ছাত্রনেতাকে ফোন মূল অভিযুক্তের! কে দিয়েছিলেন অভয়বাণী?
কসবা গণধর্ষণকাণ্ডে নয়া তথ্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 03, 2025 | 11:45 AM

কলকাতা: গণধর্ষণের পর সেদিন কলেজ থেকেই কাকে কাকে ফোন করেছিলেন মূল অভিযুক্ত? মূল অভিযুক্তের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে পুলিশ। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ঘটনার পর কলেজ থেকেই মূল অভিযুক্ত তৃণমূলেরই প্রভাবশালী এক ছাত্রনেতাকে ফোন করেছিলেন। তারপর তাঁর বাড়িতেও যেতে চান মূল অভিযুক্ত। কিন্তু সেই প্রভাবশালী ছাত্রনেতা রাজি হননি। এবার প্রশ্ন, এই প্রভাবশালী ছাত্রনেতা কে?

জানা যাচ্ছে, ওই রাতেই  ফান রোড এলাকায় ওই ছাত্রনেতা মূল অভিযুক্তের সঙ্গে দেখা করেন। ২৫ জুন, রাত এগারোটার সময়ে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে বের হন মূল অভিযুক্ত। তারপর সোজা চলে যান বালিগঞ্জের ফার্ন রোডে। বিজন সেতু ক্রস করেই দেখা করেন সেই প্রভাবশালী নেতার সঙ্গে। কে সে, এই প্রশ্নই এখন সবার মনে।

পুলিশ এখন বিজন সেতুর দুপারে রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। বালিগঞ্জের ফার্ন রোডে দেখা করার পরও থামেননি মূল অভিযুক্ত। সেখান থেকে তারপর তাঁর ডেস্টিনেশন হাজরা মোড়। সেখানেও এক ছাত্রনেতার সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল। গভীর রাত পর্যন্ত হাজরা মোড়েই তাঁর টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে।

২৫ জুন রাত এগারোটার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাজরাতেই ছিলেন মূল অভিযুক্ত। পরেরদিন সন্ধ্যায়, যখন তিনি গ্রেফতার হন, এই সময়ের মধ্যেও একাধিকবার একাধিক তৃণমূল নেতাকে ফোন করেছেন মূল অভিযুক্ত। এমনকি নির্যাতিতাকেও গভীর রাতে ফোন করেছিলেন তিনি। সেখানেও নির্যাতিতাকে হুমকি দিয়েছিলেন, যে কোনওভাবেই থানায় অভিযোগ করা যাবে না।

এর আগেও মূল অভিযুক্ত একাধিকবার অন্যায় করেছেন, সে রেকর্ড পুলিশের কাছেও রয়েছে। কিন্তু তারপরও কোনওভাবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয় কোনও এক অজ্ঞাত কারণেই। এবারও সেই আত্মবিশ্বাসের সঙ্গেই মূল অভিযুক্ত একাধিক ছাত্রনেতা, নির্যাতিতাকে ফোন করেছিলেন, কিন্তু এবার আর পার পেলেন না।