Kasba Case: ‘আমরা শুধু এটাতেই কনসার্ন’, কসবা মামলা আদালতে উঠতেই কী বললেন বিচারপতি?

Kasba Case: তবে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট সিলড কভারে দিতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতির। এদিন শুনানির সময়ে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, " ঘটনার পর  মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেন একজন মহিলা পুলিশ।  রাজ্যের পুলিশকে অদক্ষ ভাববেন না।"

Kasba Case: আমরা শুধু এটাতেই কনসার্ন, কসবা মামলা আদালতে উঠতেই কী বললেন বিচারপতি?
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 03, 2025 | 2:40 PM

কলকাতা: কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি কী হয়েছে, জানতে চাইল আদালত। তদন্তকারীদের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছে। এফ আই এর পর রাজ্যের পদক্ষেপ নিয়ে রিপোর্ট দিতে হবে আদালতকে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের এজলাসে এই মামলাটি ওঠে। বিচারপতি বলেন, “তদন্ত কত এগোল, সেটা আমরা দেখতে চাই। আমরা তদন্তের অগ্রগতি নিয়ে কনসার্ন।”

তবে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট সিলড কভারে দিতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতির। এদিন শুনানির সময়ে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, ” ঘটনার পর  মাত্র তিন ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেন একজন মহিলা পুলিশ।  রাজ্যের পুলিশকে অদক্ষ ভাববেন না।”

নির্যাতিতার তরফে আইনজীবী অরিন্দম জানা বলেন, “সিট তদন্তে আপাতত সন্তুষ্ট। সব ধরণের সাহায্য করা হবে। পার্টি করা হোক এই মামলায়।” ১০ জুলাই মামলার পরবর্তী শুনানি।

এদিকে, কসবাকাণ্ডে তিনটে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অথচ সেই মামলাগুলোতে যুক্তই করা হয়নি নির্যাতিতাকে।  অথচ মামলা দায়ের হয়েছে তাঁকে নিয়েই। তদন্ত এবং ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। এক্ষেত্রে মামলাকারীর আইনজীবী সৌমশুভ্র রায়ের বক্তব্য, এখানে তাঁর নির্যাতিতার বিরুদ্ধে কোনও বক্তব্য নেই। সেই কারণে এই মামলায় তাঁকে যুক্ত করার প্রয়োজন নেই।