Kasba College: কলেজের CCTV ফুটেজ নিজের মোবাইলে অ্যাকসেস করতেন গণধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতা! উঠছে ভয়ঙ্কর অভিযোগ

Kasba College: কেন ওই অস্থায়ী কর্মীদের মোবাইলে কলেজের সিসিটিভি ফুটেজের অ‍্যাকসেস দেওয়া হয়েছিল, সে প্রশ্নের উত্তর মেলেনি ভাইস প্রিন্সিপালের কাছ থেকে। এমনকী অভিযুক্ত ছাত্রনেতার মোবাইলে থাকা অ্যাকসেস নিয়েও তিনি কিছু বলতে চাননি।

Kasba College: কলেজের CCTV ফুটেজ নিজের মোবাইলে অ্যাকসেস করতেন গণধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতা! উঠছে ভয়ঙ্কর অভিযোগ
Image Credit source: TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 30, 2025 | 6:35 AM

কলকাতা: কলেজের পড়ুয়াদের নিরাপত্তার জন্য যে সিসিটিভি লাগানো ছিল, তা দেখত কারা? কসবা কলেজের ‘কন্ট্রোল’ আদতে ছিল কাদের হাতে? সামনে এল বিস্ফোরক তথ্য। অভিযোগ, দক্ষিণ কলকাতার ওই আইন কলেজে যে সব সিসিটিভি লাগানো ছিল, সেগুলো নিজের মোবাইল থেকে দেখতে পেতেন গণধর্ষণে অভিযুক্ত টিএমসিপি নেতা। প্রশ্ন উঠছে, কাদের হাতে ছিল কলেজ পড়ুয়াদের নিরাপত্তার দায়িত্ব?

কলেজ জুড়ে সিসিটিভি লাগানো রয়েছে। ইতিমধ্যে সে সব ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। এদিকে, কলেজের একটি সূত্রের খবর, সেই সব সিসিটিভি ক্যামেরার ফুটেজের সরাসরি অ‍্যাকসেস ছিল অভিযুক্ত ছাত্রনেতা সহ তিন অস্থায়ী কর্মীর মোবাইলে। বিমল সামন্ত ও রাজু কাহার নামে দুই অস্থায়ী কর্মীর মোবাইলেও ছিল অ্যাকসেস।

সূত্রের খবর, কোনও কারণে এক বছর আগে বিমল ও রাজুর মোবাইল থেকে ওই অ্যাকসেস সরানো হয়। চিঠি দিয়ে দুজনের মোবাইল থেকে অ্যাকসেস ডিলিট করতে বলেছিলেন খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। কিন্তু কেনই বা ওই অস্থায়ী কর্মীদের মোবাইলে কলেজের সিসিটিভি ফুটেজের অ‍্যাকসেস দেওয়া হয়েছিল, সে প্রশ্নের উত্তর মেলেনি ভাইস প্রিন্সিপালের কাছ থেকে। এমনকী অভিযুক্ত ছাত্রনেতার মোবাইলে থাকা অ্যাকসেস নিয়েও তিনি কিছু বলতে চাননি।

সিসিটিভি ক্যামেরার ফুটেজের অ‍্যাক্সেস নিয়ে কথা বলতে গিয়ে ল কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্থায়ী কর্মী জানান, ফুটেজ নিয়ে নাকি ব্ল্যাকমেলও করতেন ওই অস্থায়ী কর্মীরা।