দেবাঞ্জনের সঙ্গে যোগ কোন নেতাদের? তৃণমূল অন্দরেই শুরু কাদা ছোড়াছুড়ি

Jun 27, 2021 | 1:43 PM

তৃণমূল অন্দরে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। ইতিমধ্যেই এই কাণ্ডে (kasba Fake vaccination Camp) সিবিআই তদন্তের দাবি উঠেছে। এরই মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট খোঁচা।

দেবাঞ্জনের সঙ্গে যোগ কোন নেতাদের? তৃণমূল অন্দরেই শুরু কাদা ছোড়াছুড়ি
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: টিকা জালিয়াতি কাণ্ডে (Kasba Fake Vaccination Camp) ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রঙ। ধৃত দেবাঞ্জন দেবের সঙ্গে প্রভাবশালী যোগ থাকার সূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ছবি প্রকাশ্যে এসেছে, তাতে বিতর্ক আরও বেড়েছে। অস্বস্তি বেড়েছে তৃণমূলের।

তালতলায় গ্রন্থাগার উন্মোচনের সময় রবীন্দ্র মূর্তির ফলকে নাম রয়েছে ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, স্থানীয় তৃণমূল নেতা অশোক চক্রবর্তী নাম। তারপরই ছিল দেবাঞ্জনের নাম। প্রতারণার বিষয় প্রকাশ্যে আসতেই, তা কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা হয়েছে। তারপর ভেঙে ফেলাও হয়।  প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দেবাঞ্জনকে চিনতেন ওঁরা?

ফলক বিতর্কে উঠছে প্রশ্ন

এক. কে বা কারা বানাল এই ফলক?
দুই. ফলকে দেবাঞ্জনের নামের প্রস্তাব কার?
তিন. দেবাঞ্জনকে কি তৃণমূল নেতৃত্ব চিনতেন?

নয়না বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কোনওভাবেই দেবাঞ্জন দেবকে চিনতেন না। ফিরহাদ হাকিমও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ইতিমধ্যে এ বিষয়ে একটি অভিযোগও দায়ের করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তবে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে স্থানীয় তৃণমূল নেতা অশোক চক্রবর্তীর কথায়। তাঁর বক্তব্য, স্থানীয় তৃণমূল কো অর্ডিনেটর ইন্দ্রানি বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দেবাঞ্জন দেব। তাঁর সূত্রেই তালতলায় যাতায়াত শুরু দেবাঞ্জনের। সেখানে কয়েক জন মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে অভিযোগ।

বিদায়ী মেয়র পারিষদ ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, “পুরনো ফুটেজ কোথাও থাকলে খতিয়ে দেখুন। দেখাতে পারবেন আমি দেবাঞ্জনের সঙ্গে কোথাও কোনও অনুষ্ঠানে গিয়েছি? কী প্রমাণ রয়েছে যে আমি দেবাঞ্জনকে অশোক চক্রবর্তীর কাছে নিয়ে গিয়েছি? আমি দেবাঞ্জনকে চিনিই না।”

আরও পড়ুন: উৎস কোথায়? জাল টিকা চক্রের গোড়া খুঁজতে ভিন্ন পথে তদন্ত পৃথক কমিটির

তৃণমূল অন্দরে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি উঠেছে। এরই মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট খোঁচা। ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনশন করে টুইটে তিনি দাবি করেছেন, প্যানডেমিক পারচেজ স্ক্যাম কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনতে হবে।

Next Article