e বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট! দেবাঞ্জনের বিরুদ্ধে পৃথক এফআইআর - Bengali News | Kasba False Vaccination Camp: Kolkata municipal Corporation account in a private bank by forging the signature of the special commissioner! Separate case against Debanjan Deb | TV9 Bangla News

বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট! দেবাঞ্জনের বিরুদ্ধে পৃথক এফআইআর

বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে অভিযোগ।

বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট! দেবাঞ্জনের বিরুদ্ধে পৃথক এফআইআর
নিজস্ব চিত্র।

Jun 25, 2021 | 9:02 AM

কলকাতা: জাল ভ্যাকসিন মামলায় (Kasba False Vaccination Camp) অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে এবার পৃথক মামলা রুজু করা হল। মামলা রুজু করলেন কলকাতা পুরসভার স্পেশ্যাল কমিশনার। নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে অভিযোগ।

কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করে দেবাঞ্জন দেব কলকাতার দুটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন। অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে যে নথি জমা দিতে হয়, তার ভেরিফায়েড কপিতে তাপস রায়ের সই জাল করেছিলেন দেবাঞ্জন। তাপস চৌধুরীর হাতের লেখার পাশাপাশি স্ট্যাম্প জাল করা হয়েছিল বলেও খবর।

গোটা বিষয়টি বৃহস্পতিবার বিকালেই নজর আসে তাপস চৌধুরীর। এরপর তিনি ইন্সপেক্টরকে নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করতে নির্দেশ দেন। রাতে একটি এফআইআর দায়ের করা হয়। বিশেষ কমিশনারের সই জাল করে একাধিক সার্কুলার দেবাঞ্জন দেবের অফিস থেকে পাওয়া গিয়েছে। এসবের ভিত্তিতেই একটি পৃথক মামলা দায়ের হয় দেবাঞ্জন দেবের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘বাবা ভাল চাকুরি করতেন, বোনও মেধাবী’, নিজের ‘ব্যর্থতা’ ঢাকতেই নাকি আইএএস সেজেছিলেন দেবাঞ্জন

এদিকে, ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, তালতলা থানায় এই এফআইআর দায়ের করেছেন তিনি। কারণ, তালতলা এলাকায় বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির তলায় নজরে আসে দেবাঞ্জনের নাম। মূর্তির তলায় থাকা সেই ফলকে তৃণমূলের আরও একাধিক প্রথম সারির নেতাদের নাম ছিল। এরপরই লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেন নয়না।