Kasba: আবার উত্তপ্ত কসবা, এলাকার বাসিন্দাদের মারধর, কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামী

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2025 | 11:13 PM

Kasba: অভিযোগ, রবিবার রাতে কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেল বাগান মাঠে জলসার অনুষ্ঠান ছিল কাউন্সিলার লিপিকা মান্নার উদ্যোগে। নামী-নামী শিল্পীরা সেই অনুষ্ঠানে আসেন। ভোররাত পর্যন্ত সেই অনুষ্ঠান চলে।

Kasba: আবার উত্তপ্ত কসবা, এলাকার বাসিন্দাদের মারধর, কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামী
ডানদিকে পাপ্পু সিং, বাঁদিকে মঙ্গল বাগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কসবা: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কসবা। আবারও কাঠগড়ায় কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীরা। গত কয়েক মাস ধরে কসবায় শাসক শিবিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শাসক শিবিরের লোকজনের দাদাগিরি, বারবার তৃণমূলের কপালে উদ্বেগ বাড়িয়েছে। ফের আরও একবার একই ঘটনা।

অভিযোগ, রবিবার রাতে কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেল বাগান মাঠে জলসার অনুষ্ঠান ছিল কাউন্সিলার লিপিকা মান্নার উদ্যোগে। নামী-নামী শিল্পীরা সেই অনুষ্ঠানে আসেন। ভোররাত পর্যন্ত সেই অনুষ্ঠান চলে। অভিযোগ, এরপরই উদ্যোক্তাদের মধ্যে মিশে থাকা বেশ কয়েকজন যুবক যারা লিপিকা মান্নার অনুগামী বলে পরিচিত, মদ্যপ অবস্থায় এলাকায় গালিগালাজ শুরু করে। মঙ্গল বাগ নামে এলাকারই এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন। পিছন থেকে এসে তাকে ঘুসি এবং লাথি মারতে থাকে বলে অভিযোগ। এরপর পাপ্পু সাউ নামে এলাকার আরও এক বাসিন্দাকেও মারধরের অভিযোগ ওঠে। তাঁর চোখের একাংশে তার গুরুতর চোট লাগে। মঙ্গল বাগ বলেন, “আমি দাঁড়িয়ে গল্প করছিলাম। আমায় ধাক্কা মারল। পড়ে গেছিলাম। চোখে আঘাত লেগেছে। কেন মারল জানিই না।”

ঘটনার পর থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। যাদের বিরুদ্ধে অভিযোগ, তার এলাকা ছাড়া। যদিও লিপিকা মান্নাকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছুই জানেন না। প্রথমবার শুনছি এমন ঘটনা।” গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কসবা থানায়।

 

Next Article