Kestopur Molestation: ভরা রাস্তায় ছাত্রীর পিছু নিয়েছিলেন, কেষ্টপুরে বিএড কলেজের লেকচারার যা করলেন…

Kestopur Molestation: পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর তাঁর বয়ানে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করতেন ওই লেকচারার। বুধবার ওই ছাত্রীর পিছু নেন ওই লেকচারার।

Kestopur Molestation: ভরা রাস্তায় ছাত্রীর পিছু নিয়েছিলেন, কেষ্টপুরে বিএড কলেজের লেকচারার যা করলেন...
কেষ্টপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার লেকচারার

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2022 | 12:43 PM

কলকাতা: কেষ্টপুরে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বিএড কলেজের লেকচারারের বিরুদ্ধে। স্থানীয়রা ওই লেকচারারকে আটকে রেখে বাগুইআটি থানায় খবর দেয়। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। রাতে কেষ্টপুর মিশন বাজারের কাছে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বসিরহাট বিএড কলেজের লেকচারারের বিরুদ্ধে। বাগুইআটি থানার পুলিশ আপাতত ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর তাঁর বয়ানে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করতেন ওই লেকচারার। বুধবার ওই ছাত্রীর পিছু নেন ওই লেকচারার। রাস্তাতেই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। শ্লীলতাহানি করা হয় ওই ছাত্রীকে এমনটাই অভিযোগ। ওই ছাত্রী চিৎকার করা শুরু করেন।  তাঁর চিৎকার শুনেই সেখানকার বাসিন্দারা বিএড কলেজের লেকচারারকে আটকে রাখে। তারপর বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে।

পরবর্তী ক্ষেত্রে ওই কলেজ ছাত্রী বাগুইআটি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই লেকচারারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  সূত্রের খবর এই কলেজ ছাত্রী তাঁর পূর্ব পরিচিত ছিল। সেক্ষেত্রে পুলিশ জানতে চেষ্টা করছেন, ওই ছাত্রীর সঙ্গে লেকচারারের সম্পর্ক কেরকম ছিল? তাঁদের মধ্যে পুরনো কোনও বিষয় নিয়ে সমস্যা ছিল কিনা, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গোটা বিষয়টি কী হয়েছিল ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে। ওই লেকচারারের বক্তব্যও শুনবেন তদন্তকারীরা। তবে অভিযুক্তের বক্তব্য, “আমি ওই ছাত্রীকে চিনিও না। আজই কথা বলছিলাম। আমার নামে কেস করে দিয়েছে।”