Kishenji: কিষেনজির স্ত্রী তথা মাও নেত্রী সুজাত্রা গ্রেফতার
Kishenji: ভারতের মাওবাদী সংগঠনের অন্যতম মুখ ছিলেন কোটেশ্বর রাও ওরফে কিষেনজি। ২০১১ সালে এনকাউন্টারে মৃত্যু হয় কিষেনজির।
কলকাতা: মাও নেতা কিষেনজির মৃত্যুর প্রায় ১৩ বছর পর গ্রেফতার করা হল তাঁর স্ত্রী তথা মাও নেত্রী পোথুলা কল্পনাকে। তেলঙ্গানা পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই নেত্রীকে গ্রেফতার করেছে। মাওবাদী সংগঠনের সাউথ সাব জোনাল ব্যুরোর ইনচার্জ ছিলেন পোথুলা কল্পনা ওরফে সুজাতা। ২০১১ সালে এনকাউন্টারে মৃত্যু হয় কিষেনজির। তারপর থেকে সুজাতার আর কোনও খোঁজ ছিল না। এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুজাতার বয়স ৬০ বছর। তেলেঙ্গনার বাসিন্দা তিনি। তাঁর ঠিকানা হিসেবে পুলিশ উল্লেখ করেছে, তেলেঙ্গনার জগুলাম্বা গাড়োয়াল জেলার পেঞ্চিকালপেট গ্রাম। শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক উত্তীর্ণ। ঠিক কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হল, তা এখনও স্পষ্ট নয়।
প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কিষেনজি। সুজাতাও কিষেনজির সঙ্গেই মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। কিষেনজির জন্ম হয়েছিল তেলেঙ্গনার করিমনগর জেলার পেদাপল্লী গ্রামে। ৫৫ বছর বয়সে মেদিনীপুরে এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর।
এই খবরটিও পড়ুন
বাংলায় তথা গোটা দেশে মাওবাদী সংগঠনের কাছে কিষেনজির মৃত্যু ছিল একটা বড় ধাক্কা। অনেকেই মনে করেন, কিষেনজির মৃত্যুর পর এ রাজ্যে মাও কার্যকলাপ ধাক্কা খায়। সেই সময় মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন মনোজ ভার্মা। শিলদা হামলায় দায় স্বীকার করেছিলেন কিষেনজি। এরপর দীর্ঘদিন তাঁর কোনও খোঁজ ছিল না। পুলিশ অনেক চেষ্টা করেও সাফল্য পাচ্ছিল না। পরে তৃণমূল সরকার যে বছর ক্ষমতায় আসে, সেই ২০১১ সালে এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর।