কলকাতা: গণনা শুরু হতেই শাসকদলের মুখে হাসি। প্রাথমিক রাউন্ডের গণনাতে এগিয়ে রয়েছে শাসকদল। সকালেই টুইট করে আরও একবার নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে রাখলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে তিনি লিখেছেন, “আজকের দিনে অনেক কিছুই ঘটতে চলেছে। আজ কলকাতায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩০ টা ওয়ার্ডে জিতবে তৃণমূল।” আরও দুটি বিষয় উল্লেখ করেছেন তিনি। যদিও তা কলকাতা পুরভোটের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
Loads happening today.
?Results of #Kolkata Municipal Elections @AITCofficial expected to sweep. Win 130+ of 144 seats ?
?#Parliament disrupters BJP will again bring in BULLDOZER to RS to pass Bills, zero discussion mocking democracy
?#Goa More Christmas gifts for TMC
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) December 21, 2021
ফিরহাদ হাকিম আগেই স্পষ্ট করেছিলেন, ‘এই নির্বাচনে ১৩০ থেকে ১৪০ টা ওয়ার্ড পাবে তৃণমূল। আর সর্বোচ্চ ১৪ টি এবং সর্বনিম্ন ৪ টি আসন পেতে পারে অন্যান্য অর্থাৎ বিরোধীরা’। প্রসঙ্গত, গত পুরনির্বাচনে পেয়েছিল ১১৩ টি ওয়ার্ড। আর এবার আরও ১৭ টি আসন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছেন তৃণমূলের।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৫২ শতাংশের আশেপাশে থাকতে পারে তৃণমূলের ভোটের হার এবং বিজেপির থাকতে পারে প্রায় ২৪ শতাংশ। বাকি বিরোধীরা মোটামুটি ৭ শতাংশের মতো ভোট পেতে পারেন। উল্লেখ্য, গত পুরভোটে বিজেপি ৭ টি আসন পেয়েছিল, এবার তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, বামেরা পেতে পারেন একটি আসন।
ভোট দেওয়ার আগে থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ডেরেক ও ব্রায়েন। রবিবার ভোট দিয়ে ডেরেক বলেন, ” দিওয়ালির পর, ক্রিস্টমাসের এক সপ্তাহ আগে আমরা এখন গণতন্ত্রের উৎসব পালন করছি। গত দশ বছরে আমরা যা কাজ করেছি, তাতে জনগণ আমাদের আশীর্বাদ করবে বলেই আশাবাদী। আমরা সবচেয়ে বড় মার্জিনে জিতব।”