KMC Election Result 2021: ‘আবেগ দিয়ে মানুষ লড়েছে, তার বহিঃপ্রকাশ তো ঘটবেই’, গণনাকেন্দ্রের বাইরে তিন মেয়েকে নিয়ে ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 21, 2021 | 9:07 AM

KMC Election Result 2021: সাতসকালেই গণনাকেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। সঙ্গে ছিলেন তিন মেয়েও। বললেন, "মানুষের যেটা রায়, সেটাকে আমরা সবাই সম্মান করব।"

KMC Election Result 2021: আবেগ দিয়ে মানুষ লড়েছে, তার বহিঃপ্রকাশ তো ঘটবেই, গণনাকেন্দ্রের বাইরে তিন মেয়েকে নিয়ে ফিরহাদ
সম্পত্তি কর নিয়ে বড় ঘোষণা। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: গণনা শুরু হতেই শাসকদলের মুখে হাসি। প্রাথমিক রাউন্ডের গণনাতে এগিয়ে রয়েছে শাসকদল। সাতসকালেই গণনাকেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। সঙ্গে ছিলেন তিন মেয়েও। বললেন, “মানুষের যেটা রায়, সেটাকে আমরা সবাই সম্মান করব।”

কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে বলেই তো, তারা এতদিন ধরে লড়ল। এটা ইমোশনের জন্য লড়েছেন। আমি তো আর কাউকে টাকা দিই নি, খাবার দিইনি, গিফট দিই নি। ওঁদের ইমোশনটাকে সম্মান দিতে হবে। তাঁদের ইমোশনের বহিঃপ্রকাশ হবে না, সেটা বলা যাবে না।”

বিজয়োল্লাস সম্পর্কে তিনি বলেন, “আমরা কোভিড পরিস্থিতিতে বিজয়োল্লাস করতে বারণ করেছি। তবে এটা ঠিক এতদিন ধরে তারা পরিশ্রম করল, এতদিন ধরে লড়ল। এবার সাফল্য আসলে তার তো একটা বহিঃপ্রকাশ হবেই। তারাও চিৎকার করে উঠবে।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের বিজয়োল্লাসে একাধিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। কোথাও বাজি ফাটানোয় হামলা, কোথাও বিরোধীদের বাড়ি বাড়ি গিয়ে হামলার অভিযোগ উঠেছিল। এবারের পুরভোটে সেই একই চিত্র প্রকাশ্যে আসবে কিনা, সেটাই প্রশ্ন।

প্রথম রাউন্ডের গণনায় ২১ টি ওয়ার্ডে তৃণমূল, ১ টিতে বিজেপি, ১ টিতে কংগ্রেস, ১টিতে বামেরা ও ১টি নির্দলরা এগিয়ে। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন রয়েছেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও।

আরও পড়ুন: KMC Election Result 2021 LIVE Counting: নিরাপত্তার ত্রিস্তরীয় বলয়ে পোস্টাল ব্যালটের গণনা শুরু

Next Article