কলকাতা : সব পুরসভায় একসঙ্গে ভোট করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট। ১৯ ডিসেম্বর কলকাতা পুর নিগমের ভোট নিয়ে কোনও বাধা রইল না। তবে বাকি পুরসভাগুলিতে যাতে দ্রুত নির্বাচন করা যায়, সেই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কম দফাতে ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আজ পুরভোট সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। পুরভোট আগেই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট ঘোষণা হয়। সেই ভোটে হস্তক্ষেপ করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, ভোট ঘোষণা হওয়াপর পর ভোট বন্ধ করে দেওয়ার নজির খুব কমই আছে। তাই ঘোষিত ভোটে কোনও বাধা থাকছে না। ফলে ১৯ ডিসেম্বরেই হবে ভোট।
মামলাকারীদের দাবি ছিল, সবকটি পুরসভা ও পুর নিগমের ভোট একই দিনে করতে হবে। সব ভোটের গণনা করতেও হবে এক দিনেই। সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়নি। বলা হয়েছে, বাকি পুরভোটগুলি দ্রুত করতে হবে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আলোচনায় বসে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পরিমাণ ইভিএম আছে, তাতে এক দফায় ভোট করতে অসুবিধা হবে। কমিশনের এই যুক্তিতে সন্তুষ্ট আদালত।
আইনজীবী পিঙ্কি আনন্দের বক্তব্য অনুযায়ী, মামলাকারীদের দাবি, একটা জায়গায় আগে ভোট হলে আগামী ভোটে সেই ফলাফলের প্রভাব পড়বে। তাই বিজ্ঞপ্তি খারিজ করার দাবি তোলা হয়। তাঁদের বক্তব্য ছিল, ভোট ছ মাসের মধ্যে করতে হবে। সেই সংক্রান্ত আইনও আদালত কক্ষে দেখিয়েছিলেন পিঙ্কি। সেই মামলার শুনানি শেষ হয় আগেই। আজ অন্তর্বর্তী নির্দেশ দিল আদালত।
গতকালই পুরভোট সংক্রান্ত এন্য একটি মামলায় সব বুথে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে আদালত। পুরভোটে এবার বুথের সংখ্যা বেড়েছে। প্রায় ১৫০০ বুথে হবে ভোটগ্রহণ। সেই সব বুথে সিসিটিভির প্রয়োজন আছে বলে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। তাঁর বক্তব্য, শেষ বিধানসভা নির্বাচনেও হিংসার ঘটনা ঘটেছে। ভোটের দিন যাই হোক না কেন, পরে আদালতে যেতে হলে আর কোনও প্রমাণ পাওয়া যায় না। তখন এই ফুটেজগুলি গুরুত্বপূর্ণ হতে পারে বলে আবেদনে উল্লেখ করেন তিনি। এই আর্জিতেই মামলা করেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। স্ট্রংরুমেও সিসিটিভির বসানোর আর্জি জানানো হয়। মামলার শুনানিতে সব বুথে সিসিটিভি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
আরও পড়ুন : Kmc Election 2021: গোয়া থেকে ফিরেই আজ পুরভোটের প্রচারে মমতা, কী বার্তা দেবেন?