KMC: ফিরহাদের ‘চোর’ মন্তব্য, প্রতিবাদে পুর ইঞ্জিনিয়ররা নামলেন ময়দানে
KMC: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পরই কলকাতার মেয়রের তোপে পড়েন গার্ডেনরিচের ইঞ্জিনিয়ররা। ১৫ নম্বর বরোর ইঞ্জিনিয়ারকে ভর্ৎসনা করে ফিরহাদ বলেন, "আপনার ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। না হয় আপনি অপদার্থ, না হয় চোর।"
কলকাতা: কলকাতা পুরনিগমের সামনে বিক্ষোভ দেখালেন কর্মরত ইঞ্জিনিয়াররা। মেয়রের ‘চোর’ মন্তব্যের প্রতিবাদে এদিন পথে নামেন পুরনিগমের ইঞ্জিনিয়াররা। গার্ডেনরিচকাণ্ডে তিনজন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাঁদের উপর কোপ পড়ছে বলে অভিযোগ ইঞ্জিনিয়ারদের। তারই প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়াররা।
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পরই কলকাতার মেয়রের তোপে পড়েন গার্ডেনরিচের ইঞ্জিনিয়ররা। ১৫ নম্বর বরোর ইঞ্জিনিয়ারকে ভর্ৎসনা করে ফিরহাদ বলেন, “আপনার ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। না হয় আপনি অপদার্থ, না হয় চোর।” এই চোর মন্তব্যেরই প্রতিবাদে এদিন প্রতিবাদ দেখান পুর ইঞ্জিনিয়ররা। এদিন ব্যানারে লেখা হয়, ‘কর্তৃপক্ষের অনৈতিক কাজের দায় ইঞ্জিনিয়রদের উপর চাপানোর বিরুদ্ধে গর্জে উঠুন।’
গার্ডেনরিচের ঘটনার পর বরো ১৫ তে গণহারে বদলি করা হয়। বরো ১৫-এর প্রায় সব ইঞ্জিনিয়রকে বদলি করে দেয় কলকাতা পুরকর্মী বর্গ বিভাগ। বিল্ডিং, ওয়াটার সাপ্লাই, জঞ্জাল ব্যবস্থাপনা-সহ সব বিভাগের ইঞ্জিনিয়রকে বদলি করা হয় বলে খবর। এদিন পুর ইঞ্জিনিয়ররা হুঁশিয়ারি দেন, ধর্মঘটের পথেও হাঁটতে পারেন তাঁরা।