KMC : হকারদের ‘বেদখল’ রুখতে কড়া পদক্ষপের পথে কলকাতা পুরনিগম, বুধবার থেকে নয়া ‘অভিযান’

KMC :ফুটপাতের এক-তৃতীয়াংশ জায়গা হকাররা ছেড়ে বসেছেন কিনা তাও দেখা হবে। একইসঙ্গে বাস চলাচলের রাস্তায় কোনও হকার বসে থাকলে তাদেরকে তুলে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

KMC : হকারদের ‘বেদখল’ রুখতে কড়া পদক্ষপের পথে কলকাতা পুরনিগম, বুধবার থেকে নয়া ‘অভিযান’
প্রতীকী ছবি

| Edited By: জয়দীপ দাস

Nov 08, 2022 | 9:22 PM

কলকাতা: বুধবার থেকে কলকাতা পুরনিগম (Kolkata Municipality) অন্তর্গত ১৪৪ টি ওয়ার্ডের প্রত্যেকটি অংশে হকার সমীক্ষা শুরু করছে কলকাতা পুরসভা। এই কাজের জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ (Kokata Police) এবং টাউন ভেন্ডিং কমিটির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কমিটি। বুধবার শ্যামপুকুর, নিউমার্কেট এবং গড়িয়াহাট থানার অন্তর্গত যে কটি এলাকা রয়েছে, সেখানকার হকারদের নিয়ে সমীক্ষার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। করা হবে গণনা। 

অতীতে নির্দেশ ছিল, ফুটপাতের এক-তৃতীয়াংশ অংশ ছেড়ে বসতে হবে, গাড়ি চলাচলের রাস্তা দখল করে বসা চলবে না এবং প্লাস্টিকের ছাউনি বর্জন করতে হবে। বিষয়টি নিয়ে যথেষ্ট গা ছাড়া মনোভাব ছিল টাউন ভেন্ডিং কমিটি এবং কলকাতা পুরসভার। মাস কয়েক আগে কলকাতা হাইকোর্টের ‘ধমকে’ ঘুম ভাঙে প্রশাসনের। শহর জুড়ে হকারদের বেদখল নিয়ে রীতিমতো তিরস্কার করতে দেখা যায় রাজ্যের শীর্ষ আদালতকে। এরপরই ১ নভেম্বর কলকাতা পুরনিগমের টাউন ভেন্ডিং কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত মতো এদিন কলকাতা পুরসভার সচিব হরিহর প্রসাদ মণ্ডলের নেতৃত্বে এক শীর্ষ বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন নিউ মার্কেট, শ্যামপুকুর, গড়িয়াহাট থানার আধিকারিকরা। ছিলেন টাউন ভেন্ডিং কমিটির কর্তারাও। 

সূত্রের খবর এই বৈঠকে স্থির হয় সংশ্লিষ্ট তিনটি থানার অন্তর্গত এলাকাগুলি দিয়ে হকার সমীক্ষার কাজ শুরু করা হবে। ২০১৫ সালে মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জমা পরা দরখাস্ত অনুযায়ী ৫৯ হাজার হকার নথি জমা করেছেন। বাকি যারা করেননি তাঁদেরকে এবার করতে হবে বাধ্যতামূলকভাবে। এই কমিটির সদস্যরা দেখবেন, পূর্বের নির্দেশমতো ফুটপাতের এক-তৃতীয়াংশ জায়গা হকাররা ছেড়ে বসেছেন কিনা। পাশাপাশি বাস চলাচলের রাস্তায় কোনও হকার বসে থাকলে তাদেরকে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে প্লাস্টিকের ছাউনি সরিয়ে দিতে হবে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে এও সিদ্ধান্ত হয়েছে, যাঁদেরকে তুলে দেওয়া হবে রাস্তা থেকে, তাঁদের অন্যত্র কোথায় ব্যবস্থা করা যায় তার জন্য টাউন ভেন্ডিং কমিটি সিদ্ধান্ত নেবে। এখন দেখার হকার সমীক্ষার ফলফল তৈরির পর চিত্রটা ঠিক কেমন দাঁড়ায়।