Accident : চাকরিজীবনের বাকি ছিল তিন মাস, কর্মরত অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত কলকাতা পুরনিগমের কর্মী

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Apr 27, 2022 | 4:36 PM

Accident : পুরনিগমের জলের লাইনের ফেরুলের কাজ করছিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে।

Accident : চাকরিজীবনের বাকি ছিল তিন মাস, কর্মরত অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত কলকাতা পুরনিগমের কর্মী
এখানেই ঘটেছিল দুর্ঘটনা

Follow Us

কলকাতা : আর তিন মাস পরই কর্মজীবন থেকে অবসর নিতেন। কিন্তু, অবসর জীবন যাপনের সুযোগ পেলেন না। আজ কর্মরত অবস্থায় গাড়ির ধাক্কায় (Accident) মৃত্যু হল কলকাতা পুরনিগমের এক কর্মীর। মৃতের নাম লক্ষ্মীকান্ত মণ্ডল। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে লেক থানার অন্তর্গত মহারাজা টেগোর রোডে। পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।

আজ সকালে মহারাজা টেগোর রোডে পুরনিগমের জলের লাইনের ফেরুলের কাজ করছিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। তিনি পুরনিগমের জুনিয়র মেকানিক্যাল পোস্টে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। জলের লাইনে কাজ করার সময় পিছন থেকে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। পুলিশ তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পুরকর্মীর

লক্ষ্মীকান্তের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসতে। তিন মাস পরই চাকরিজীবন শেষ হত তাঁর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন : Weather Update: অবশেষে হাওয়া বদলের ইঙ্গিত, কবে বৃষ্টি নামবে কলকাতায়? জানাল হাওয়া অফিস

Next Article
Mamata Banerjee: টিভি চ্যানেল ধর্ষণধারী, টিআরপি বাড়াতে খুন-ধর্ষণ দেখাচ্ছে: মমতা
Bank Holidays May 2022 : চাঁদিফাটা রোদে গিয়ে যাতে ফিরে না আসতে হয়…জেনে নিন মে মাসে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক