কলকাতা: ‘আমিও আছি, তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে’… দেবাংশুর লেখা এই স্লোগান এখন সর্বজনবিদিত। নেতা হিসেবে মাঠে-ময়দানে কাজ না করলেও বিরোধী শিবিরকে চাঁচাছোলা ভাষায় জবাব দিতে তাঁর জুড়ি মেলা ভার। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা দেবাংশু ভট্টাচার্য এখন সোশ্যাল মিডিয়া ছেড়ে সরাসরি ময়দানে। এবার তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে তাঁর লড়াই।
ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে পরে তৃণমূলের মুখপাত্র হন তিনি। সংবাদমাধ্যমে রাজনৈতিক বিতর্কে তাঁর ডাক পড়ে প্রায়ই। ২৮ বছরের দেবাংশুর লক্ষ লক্ষ টাকা আয়। কত সম্পত্তি আছে তাঁর?
হলফনামায় গত তিনটি অর্থবর্ষের আয়ের হিসেব দিয়েছেন দেবাংশু। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি আয় করেন ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা আয় করেন তিনি। তাঁর হাতে আছে নগদ ৫৬ হাজার টাকা। এছাড়া তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা জমা আছে তাঁর।
পোস্ট অফিসের স্কিমের পাশাপাশি জীবন বিমা নিগমের পলিসিতে বিনিয়োগ করেছেন তিনি। সব মিলিয়ে দেবাংশুর মোট অস্থাবর সম্পত্তি ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকার।
দেবাংশুর নামে কোনও জমি বা বাড়ি নেই বলেই উল্লেখ করা হয়েছে হলফনামায়। অর্থাৎ স্থাবর সম্পত্তি প্রায় কিছুই নেই। আয়ের উৎস হিসেবে দেবাংশু উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করেন তিনি। ‘ফ্রিল্যান্স’ থেকেই তিনি আয় করেন বলে উল্লেখ করেছেন।