Shatarup Ghosh: চৌকস কথায় ‘পিএইচডি’, কিন্তু লেখাপড়ায় কতদূর শতরূপ?

Shatarup Ghosh education qualification: নির্বাচনী ময়দানে প্রথমবার শতরূপকে দেখা যায় ২০১১ সালে। রাজ্যে সেবছরই পালাবদল হয়। আর সেই পালাবদলের সময় তৃণমূলের জাভেদ আহমেদ খানের কাছে হেরে যান শতরূপ। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও কসবা থেকে তিনি সিপিএমের প্রার্থী হন। তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচনী ময়দানে এখন পর্যন্ত জয় পাননি শতরূপ। নির্বাচনী ময়দানে জয় না পেলেও বক্তৃতায় নজর কাড়েন।

Shatarup Ghosh: চৌকস কথায় পিএইচডি, কিন্তু লেখাপড়ায় কতদূর শতরূপ?
শতরূপ ঘোষImage Credit source: TV9 Bangla

Dec 31, 2025 | 6:28 PM

কলকাতা: নিউজ চ্যানেলগুলির বিতর্কসভায় সিপিএমের প্রতিনিধি হিসেবে দেখা যায় তাঁকে। তীক্ষ্ণ বাক্যবাণে প্রতিপক্ষকে আক্রমণ করেন। কখনও কখনও তাঁর সরস ও ব্যঙ্গাত্মক মন্তব্যে বিতর্কসভায় হাসির রোল ওঠে। প্রতিপক্ষকে কুপোকাত করতে ইতিহাসের পাতা থেকে তথ্য তুলে ধরেন। রাজনীতির ময়দানে তিনিও একজন ঘোষ। সিপিএমের শতরূপ ঘোষ। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সিপিএমের এই তরুণ নেতার শিক্ষাগত যোগ্যতা কী?

শিক্ষাগত যোগ্যতা নিয়ে হলফনামায় কী জানিয়েছেন শতরূপ?

সিপিএমের যুবনেতা শতরূপের জন্ম ১৯৮৬ সালের ২২ এপ্রিল। কলকাতার কসবা এলাকাতে তাঁর বাড়ি। সাউথ পয়েন্ট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ২০০৫ সালে আশুতোষ কলেজে অর্থনীতিতে অনার্স নিয়ে ভর্তি হন। একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অনার্সে পড়ার সময় পাস সাবজেক্টে উত্তীর্ণ হতে না পারায় তাঁর এক বছর নষ্ট হয়। অর্থাৎ, ২০০৯ সালে স্নাতক হন তিনি। বেশ কয়েক বছর পর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সিপিএমের এই যুবনেতা। একুশের নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন, ২০১৮ সালে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নির্বাচনী ময়দানে প্রথমবার শতরূপকে দেখা যায় ২০১১ সালে। রাজ্যে সেবছরই পালাবদল হয়। আর সেই পালাবদলের সময় তৃণমূলের জাভেদ আহমেদ খানের কাছে হেরে যান শতরূপ। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও কসবা থেকে তিনি সিপিএমের প্রার্থী হন। তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচনী ময়দানে এখন পর্যন্ত জয় পাননি শতরূপ। নির্বাচনী ময়দানে জয় না পেলেও বক্তৃতায় নজর কাড়েন।

কিছুদিন আগে অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানইজম’ ব্যান্ড রাজনীতিতে তিন ঘোষের কথা উল্লেখ করে গান বেঁধেছিল। সেখানে কুণাল ঘোষ, দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন শতরূপ। গানের কথা ছিল, ‘রাজনীতিতে তিন নম্বর ঘোষ। বিপ্লবীদের পার্টি। টিভি চ্যানেল, পার্টি অফিস বড্ড হাঁটাহাঁটি। তাই কিনেছেন গাড়ি। দামটা বেশি খুব। ফেসবুকেরই রাজা মোদের দাদা শতরূপ।’ বাস্তবে শতরূপের ওই গাড়ি কেনা নিয়ে রাজনৈতিক তরজাও বেড়েছিল। সিপিএমের যুব নেতাকে খোঁচা দিয়েছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। অবশ্য জবাব দিতে দেরি করেননি শতরূপও।