AC Local Train: ‘অটোমেটিক’ দরজা, LED ডিসপ্লে, শিয়ালদহের AC লোকাল দেখলে যাত্রীদের তাক লেগে যাবে, আর কী থাকছে দেখে নিন

AC Local Train: প্রাথমিকভাবে রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন। একেবারে মেট্রোর মতোই বৈশিষ্ট্য থাকবে সেই ট্রেনগুলিতে।

AC Local Train: অটোমেটিক দরজা, LED ডিসপ্লে, শিয়ালদহের AC লোকাল দেখলে যাত্রীদের তাক লেগে যাবে, আর কী থাকছে দেখে নিন
Image Credit source: Getty Image

Jun 19, 2025 | 12:03 AM

কলকাতা: বাংলার রেলপথে কার্যত বিপ্লব আনছে রেল। যে শিয়ালদহ স্টেশন বাদুড়-ঝোলা ভিড় দেখতেই অভ্যস্ত, সেই শিয়ালদহ থেকে এবার ছাড়বে এসি লোকাল ট্রেন। প্রথমবার এই এসি লোকাল ট্রেন দেখবে রাজ্যের নিত্যযাত্রীরা। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

একেবার ঝাঁ চকচকে চেহারায় আসছে এসি লোকাল ট্রেন। ভাড়া হবে যথাক্রমে ২৯ টাকা ও ৩৭ টাকা।

এসি লোকাল ট্রেনগুলির কোচ কেমন হবে, দেখে নিন একনজরে: 

১. এই ট্রেনের সবকটি কোচ হবে শীতাতপ নিয়ন্ত্রিত।

২. কোচগুলি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে।

৩. ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে জোড়া থাকবে ১২টি কোচ।

৪. আগের লোকাল ট্রেনগুলির থেকে এগুলিতে দাঁড়ানোর জায়গা থাকবে অনেক বেশি।

৫. ভেস্টিবুল এরিয়া অর্থাৎ দুটি কোচের সংযোগকারী অংশ দিয়ে অনায়াসে হেঁটে এক কোচ থেকে আর এক কোচে যেতে পারবেন।

৬. প্রতিটি কোচে থাকবে চারটি করে অটোমেটিক স্লাইডিং ডোর। ইলেকট্রিসিটিতে কাজ করবে সেই দরজাগুলি।

৭. লোকাল ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্য দেখারও সুযোগ পাওয়া যাবে। থাকবে ডবল সিল করা কাচের জানালা।

৮. পুরো রেকে মোট ১১০০ জনের বসার ব্যবস্থা থাকবে।

৯. সব কোচে চলবে সিসিটিভি নজরদারি।

১০. কোচে থাকবে LED ডিসপ্লে, যাতে সব তথ্য দেখতে পাবেন যাত্রীরা। থাকবে অ্য়ালুমিনিয়াম মডিউলার লাগেজ রেক।

১১. স্টেশনে পৌঁছনোর পরই খুলবে ট্রেনের দরজা। আবার স্টেশন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে।

১২. চালক ও গার্ড ওই ট্রেনের দরজা অপারেট করতে পারবে।