Vande Bharat Sleeper: মডার্ন ওয়াশরুম থেকে সিসিটিভি কী নেই! বন্দে ভারত স্লিপারের একটা কোচের দাম কত জানেন

Indian Railways: সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে এই ট্রেন। ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ জীবাণুনাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের কেবিনেও আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। ট্রেনের বাইরের অংশটিও অ্যারোডাইনামিক।

Vande Bharat Sleeper: মডার্ন ওয়াশরুম থেকে সিসিটিভি কী নেই! বন্দে ভারত স্লিপারের একটা কোচের দাম কত জানেন
Image Credit source: twitter

Jan 05, 2026 | 12:36 PM

কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া এবং অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত চলবে ট্রেনটি। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) জোন এই সেমি-হাই-স্পিড ট্রেন পরিচালনার দায়িত্বে থাকবে। কমলা এবং ধূসর রঙের এই ট্রেন সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে। এই বন্দে ভারত স্লিপার ট্রেনের এক একটি কোচের দাম কত জানেন?

সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে এই ট্রেন। ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ জীবাণুনাশক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ড্রাইভারের কেবিনেও আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। ট্রেনের বাইরের অংশটিও অ্যারোডাইনামিক। দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে। কোচের ভিতরে রয়েছে সিসিটিভি। ওয়াশরুমও অত্যাধুনিক সজ্জায় সজ্জিত।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই ট্রেন তৈরির খরচ মেট্রো রেলের কোচের তুলনায় কম। একটি মেট্রো রেল কোচের দাম সাধারণত ১০ থেকে ১০.৫ কোটি হয়ে থাকে। সেখানে বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি কোচের দাম প্রায় ৮ থেকে সাড়ে ৮ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

বন্দে ভারত ট্রেনগুলি বর্তমানে ২০টি কোচ নিয়ে চলে। রেলমন্ত্রী জানিয়েছেন যে বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১১টি কোচ হবে এসি ৩-টিয়ার, ৪টি কোচ হবে এসি ২-টিয়ার এবং ১টি কোচ হবে ফার্স্ট এসি। এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ৬১১ জন যাত্রী ৩-টিয়ার, ১৮৮ জন যাত্রী ২-টিয়ার এবং ২৪ জন যাত্রী প্রথম এসিতে ভ্রমণ করতে পারবেন।