একুশের (21 July 2021 Live Update) শহিদ স্মরণে বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশিতভাবেই এ দিন তাঁর বক্তব্যে উঠে এল তৃতীয় ফ্রন্ট গঠনের ডাক। জাতীয় স্তরের নেতাদের বৈঠকের আহ্বান জানালেন তিনি। পেগাসাস বিতর্ক নিয়েই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা। সব শেষে উন্নততর বাংলা গড়ার পাশাপাশি উন্নততর তৃণমূল তৈরির ডাক দিলেন মমতা।
তাঁর সঙ্গে এ দিন মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় ও সুব্রত বক্সি। এ বার কোভিডের কারণে ভার্চুয়ালি সেই সভার আয়োজন করা হয়েছে। কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ শুরু করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় শোনা যাচ্ছে মমতার ভাষণ। তবে এবার একুশে জুলাইয়ের তাৎপর্য একেবারেই আলাদা। তৃণমূল ভবন, ধর্মতলার শহিদে বেদিতে ‘সাজো সাজো’ রব। শুধু তাই নয়, দিল্লি, লখনউ, আমেদাবাদ বা আগরতলাতেও এ বার শোনানো হয়েছে মমতার ভাষণ।