ইডি দফতরে থাবা করোনার, আক্রান্ত চার আধিকারিক
এবার করোনার (COVID) থাবা ইডি (ED) দফতরে। আক্রান্ত চার ইডি আধিকারিক।
কলকাতা: এবার করোনার (COVID) থাবা ইডি (ED) দফতরে। আক্রান্ত চার ইডি আধিকারিক। ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে সোমবার ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। প্রত্যেককে সেলফ কয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। লকডাউন পরিস্থিতি ঠিক কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল ব্যবসায়ীদের? করোনার উর্ধ্বমুখী গতিতে এখন কতটা প্রভাব পড়ছে ব্যবসায়? তা নিয়ে একটা স্বচ্ছ রূপরেখা তৈরি করতে সমস্ত চেম্বার ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬। মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পার করেছে। এই পরিস্থিতি হাসপাতালগুলিতেও বেডের ঘাটতি দেখা দিচ্ছে।
আরও পড়ুন: আবারও লকডাউন না নাইট কার্ফু? ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি? নবান্নে আজ জরুরি বৈঠকে মুখ্যসচিব
প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি মোকাবিলায় কি নতুন করে লকডাউন হবে রাজ্যে? নাকি জারি হবে নাইট কার্ফু। অতিমারি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসনও।