AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গন্ধ শুঁকে হাঁটুতে থাবা, যুবককে ভিতরে নিয়ে গেল সিংহ’, প্রকাশ্যে আলিপুর চিড়িয়াখানার হাড়হিম দৃশ্য

আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) সিংহের খাঁচায় এক যুবকের ঢুকে পড়ার সেই বীভৎস ছবি প্রকাশ্যে এল। দেখুন সেই ভিডিয়ো...

গন্ধ শুঁকে হাঁটুতে থাবা, যুবককে ভিতরে নিয়ে গেল সিংহ', প্রকাশ্যে আলিপুর চিড়িয়াখানার হাড়হিম দৃশ্য
আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় যুবক
| Updated on: Mar 19, 2021 | 2:43 PM
Share

কলকাতা: বাড়ি পূর্ব মেদিনীপুরে। পরনে সাধুর বেশ। বাড়ি থেকে বেরনোর সময়ে বলে এসেছিলেন, ‘সিংহের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’ সকাল ১১টা নাগাদ আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) পৌঁছন গৌতম গুছাইত। টিকিট কেটেই চিড়িয়াখানায় ঢোকেন গৌতম। সিংহের খাঁচার সামনে দিয়ে ঘোরাফেরা করছিলেন তিনি। তারপর আচমকাই এনক্লোজার টপকে ঝাঁপ। আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় এক যুবকের ঢুকে পড়ার সেই বীভৎস ছবি প্রকাশ্যে এল। দেখুন সেই ভিডিয়ো…

শুক্রবার সকালে ভোট বঙ্গকে কাঁপিয়ে দেয় আলিপুর চিড়িয়াখানায় ঘটে যাওয়া এই ঘটনা। মনে করিয়ে দেয় নয়ের দশকে ঘটনা সেই ঘটনা। যেদিন আলিপুর চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল ‘শিবা’র খাঁচায় ঢুকে তাকে মালা পড়াতে চেয়েছিলেন এক যুবক। গৌতম গুছাইত নামে এই যুবকত যেন সেই স্মৃতি উস্কে দিলেন। বেলা সাড়ে এগারোটা নাগাদ চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েন ওই যুবক। প্রত্যক্ষদর্শী এক যুবক জানিয়েছেন, সাধুবেশী ওই যুবক সিংহের খাঁচার সামনেই ঘোরাফেরা করছিলেন। আচমকাই পাঁচিল বেয়ে উঠে পড়েন। সঙ্গে সঙ্গেই বিষয়টি নজরে পড়ে চিড়িয়াখানার কর্মীরা। তাঁরা চিৎকার করতে করতেই দৌঁড়ে আসেন। কিন্তু ততক্ষণে এনক্লোজার টপকে ঝাঁপ দিয়েছেন গৌতম।

যুবককে দেখতে পেয়ে ভিতর থেকে ছুটে আসে সিংহটি। প্রথমে আঁচড় দেয়। তারপর পায়ে থাবা বসিয়ে ভিতর দিকে টেনে নিয়ে যায়। সিংহের আঁচড়ে চোট লাগে শরীরে। মাটিতে গড়াগড়ি খেতে থাকেন গৌতম। খবর যায় পুলিশে। ততক্ষণে চিড়িয়াখানার কর্মীরা তাঁকে উদ্ধার করেছেন। পরে পুলিশ এসে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠান। গৌতম কেন চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন, তা এখনও জানা যায়নি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, “যুবকটি বাড়ি থেকে বলে এসেছে আমি সিংহের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইচ্ছাকৃতভাবেই কাজটা করেছে। কেউ যদি আত্মহত্যা করবে বলে ঝাঁপ দেয়, কী বলা যায়। এত বড় চিড়িয়াখানায় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রয়েছেন। তাঁরাই ওই যুবককে সিংহের হাত থেকে রক্ষা করেছেন।”

আরও পড়ুন: বৌভাতের অনুষ্ঠান সেরে ফিরছিলেন, কনেযাত্রীর বাসের পিছনের সিটেই হাড়হিম করা দৃশ্য

এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, গৌতমের শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। মূল আঘাত তাঁর ডান পায়ে। সেখানেই সিংহ থাবা বসিয়েছে ও কামড়ে ধরেছিল। ডান কাঁধেও সিংহের থাবার চিহ্ন রয়েছে। শরীরের একাধিক জায়গায় আঁচড় রয়েছে। ইতিমধ্যেই যুবককে অ্যান্টি র্যাবিট ভ্যাক্সিন দেওয়া হয়েছে। যাতে ক্ষতস্থান বিষিয়ে না যায়, সে দিকে নজর রাখা হচ্ছে। ক্ষতয় অস্ত্রোপচার করা হবে। আপাতত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।