
কলকাতা: পুলিশের গাড়ির ধাক্কায় আহত এক বাইক আরোহী। তাঁর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের বক্তব্য, মত্ত অবস্থায় ছিলেন ইউনিফর্ম পরা ওই পুলিশ কর্মী। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মদ্যপ অবস্থায় ওই পুলিশ কর্মী গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটির ভেতরেও ৩-৪ জন পুলিশ কর্মী ছিলেন। ওই পুলিশের গাড়ি একটি বাইক চালককে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। আহত বাইক চালক এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে. পুলিশের গাড়িটি হরিদেবপুর থানার দিকে যাচ্ছিল। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। পুলিশের গাড়ির সামনেই ছিলেন ওই বাইক চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পুলিশের গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। অভিযোগ, ঝড়ের গতিতে এসে পুলিশের গাড়িটি ধাক্কা মারে বাইক আরোহীকে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান চালক। মাথায়, মুখে গুরুতর চোট লাগে তাঁর।
গাড়ি থেকে পুলিশ কর্মীরা নেমে আসেন। স্থানীয় বাসিন্দারাই জড়ো হয়ে যান এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, ওই গাড়িতে থাকা পুলিশ কর্মীরা মদ্যপ ছিলেন। মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন। তা নিয়ে দুর্ঘটনা। আহত বাইক চালককে উদ্ধার করে হরিদেবপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “পুলিশের গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা মদ্যপ ছিলেন। গাড়ির গতিবেগ স্বাভাবিক থেকে অনেকটাই বেশি ছিল। তার জেরেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।” দুর্ঘটনার পর এলাকায় পৌঁছন হরিদেবপুরের পুলিশ কর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, আবার নিউটাউনে এদিন বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটেছে।