Kolkata Airport: কলকাতার আকাশে বিমানযাত্রীর মরণ-বাঁচন লড়াই! চরম বুদ্ধিমত্তার খেল দেখালেন পাইলট

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Apr 05, 2024 | 4:48 PM

Kolkata Airport: বিমানে চেপে চণ্ডীগঢ় থেকে শহরে আসছিলেন বিশ্বনাথ দাম নামে এক বিমানযাত্রী। বছর ষাটের ওই বৃদ্ধ ডায়াবেটিসের রোগী। মাঝ আকাশে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্বিৎ হারাতে শুরু করেন। হু হু করে কমতে থাকে জ্ঞান। ডাক্তারি পরিভাষায় যাকে বলে লেভেল অব কনসাসনেস।

Kolkata Airport: কলকাতার আকাশে বিমানযাত্রীর মরণ-বাঁচন লড়াই! চরম বুদ্ধিমত্তার খেল দেখালেন পাইলট
ফাইল ছবি
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: বিমান তখন মাঝ আকাশে। কলকাতার আকাশে ঢুকে পড়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই অবতরণ করত কলকাতা বিমানবন্দরে। রানওয়েতে নামার জন্য প্রস্তুতি চলছিল চণ্ডীগঢ় থেকে কলকাতাগামী ইন্ডিগোর ৬ই ৬০৪১ বিমানে। ওই বিমানে চেপেই চণ্ডীগঢ় থেকে শহরে আসছিলেন বিশ্বনাথ দাম নামে এক বিমানযাত্রী। বছর ষাটের ওই বৃদ্ধ ডায়াবেটিসের রোগী। মাঝ আকাশে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্বিৎ হারাতে শুরু করেন। হু হু করে কমতে থাকে জ্ঞান। ডাক্তারি পরিভাষায় যাকে বলে লেভেল অব কনসাসনেস। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বাকি সব বিমানের বদলে অগ্রাধিকারের ভিত্তিতে বৃহস্পতিবার (গতকাল) বিমানটির জরুরি অবতরণ করানো হয় বিমানবন্দরের রানওয়েতে।

গতকাল মাঝ আকাশে ওই বিমানযাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়তেই সঙ্গে সঙ্গে উড়ানের কেবিন ক্রু-রা সঙ্গে সঙ্গে ককপিটে যোগাযোগ করেন। পাইলটের নজরে আনা হয় গোটা বিষয়টি। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলটও এক মুহূর্তে দেরি না করে যোগাযোগ করেন এটিসির সঙ্গে। বিমানযাত্রীর মেডিক্যাল কন্ডিশনের কথা জানানো হয় এবং জরুরি ভিত্তিতে অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়। সেই মতো অনুমতি পেতেই কলকাতা বিমানবন্দরে নেমে আসে ইন্ডিগোর ওই বিমানটি। পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করার পর, বিমানবন্দরেও সবরকম প্রস্তুতি নিয়ে ফেলা হয়। বিমানবন্দরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয় ছ’নম্বর পার্কিং বে’তে।

বিমানটি রানওয়েতে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দরে নিযুক্ত মেডিক্যাল অফিসাররা প্রথমে ওই যাত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাঁকে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে।

Next Article