Kolkata Airport: লাগেজ় স্ক্যানিংয়ে যাচ্ছিলেন, আকস্মিক শব্দে হকচকিয়ে যান সকলে, ততক্ষণে যাত্রীর নাক-মুখ দিয়ে বেরোচ্ছে গল গল করে রক্ত

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2023 | 12:40 PM

Kolkata Airport: ওই যাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যাত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হয়ে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। 

Kolkata Airport: লাগেজ় স্ক্যানিংয়ে যাচ্ছিলেন, আকস্মিক শব্দে হকচকিয়ে যান সকলে, ততক্ষণে যাত্রীর নাক-মুখ দিয়ে বেরোচ্ছে গল গল করে রক্ত
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: লাগেজ় স্ক্যানিংয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই হুড়মুড়িয়ে পড়ে গেলেন এক যাত্রী। ব্যাগ টপকেই। দৌড়ে আসেন বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। ছুটে আসেন অন্যান্য যাত্রীরা। ওই যাত্রীর নাক মুখ থেকে তখন গলগল করে রক্ত বেরোচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হলেন এক যাত্রী। জানা যাচ্ছে, ওই যাত্রীর নাম প্রদ্যুম্ন কুমার(৫৫)। তিনি বাংলাদেশি। রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতলে। বিমানবন্দর সূত্র মারফত খবর, ওই যাত্রী বিমানবন্দরে ‘সি’ পোর্টাল এলাকায় লাগেজ চেকিংয়ের জন্য যাচ্ছিলেন। তাঁর আচরণও স্বাভাবিকই ছিল। কলকাতা থেকে আগরতলাগামী বিমানে যাওয়ার কথা ছিল তাঁর।

বিমানবন্দর সূত্রে খবর, ব্যাগ ট্রলিতে নিয়ে যাওয়ার সময়ে পা হড়তে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। তাঁর মুখ এবং নাক থেকে রক্তক্ষরণ শুরু হয়। বিমানবন্দরের দায়িত্বে থাকা চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সহযাত্রীকে দিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল।

ওই যাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। যাত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হয়ে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

Next Article