কলকাতা: অভিবাসন দফতরের হাতে দীর্ঘ ৪৮ ঘণ্টা আটক থাকার পর বাংলাদেশি নাগরিক মহিলা তাবাসসুম রহমানকে ফেরত পাঠানো হবে।
কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতর সূত্রে খবর, গত ৭ ডিসেম্বরে বাংলাদেশি মহিলা নাগরিক বছর তিরিশের তাবাসসুম রহমান ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন। ভিসায় ত্রুটি থাকায় তাঁকে অনুমতি দেওয়া হয়নি প্রবেশের। আজ, বৃহস্পতিবার দুপুরের বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
ভারতে এসেছিলেন টুরিস্ট ভিসা নিয়ে। অভিবাসন দফতরের আধিকারিকদের সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাবাসসুমের স্বামী আনামুল হক অস্ট্রিয়ায় চাকরি করেন স্ত্রীকে সেদেশে নিয়ে যেতে কলকাতায় এসেছেন। সেই মত বাংলাদেশ থেকে তাবাসসুম কলকাতায় আসে মঙ্গলবার। বুধবার উড়ান ধরে দুজনের দিল্লি যাওয়া ঠিক হয়।
দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়া দূতাবাসে চলে যাওয়ার কথা ছিল এবং অস্ট্রিয়ায় পাকাপাকিভাবে বসবাস করার জন্য আবেদন জানানো হবে। কিন্তু নিয়মেই আটকে পড়ে। ভারতের বিদেশ মন্ত্রকের নিয়ম অনুসারে কেউ টুরিস্ট ভিসা নিয়ে এলে অন্য কাজে যুক্ত হতে পারেন না। কিন্তু তাবাসসুমের ভারতে আসার উদ্দেশ্য ছিল, দিল্লি গিয়ে অস্ট্রিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা এবং ভারত থেকে অস্ট্রিয়ার ভিসার ব্যবস্থা করা। সে ক্ষেত্রে ভারতীয় নাগরিক হওয়ার জন্য বৈধ পাসপোর্ট বানানোর জন্য ভারতের সচিত্র পরিচয় পত্র-সহ বেশকিছু নথি অসাধু উপায়ে তৈরি করেছেন।
একথা বিমানবন্দরে নিযুক্ত আবাসন দফতরের আধিকারিকরা জানতে পেরে আটক করেন। কলকাতা বিমানবন্দরে লাউঞ্জে বসিয়ে রাখা হয় তাঁকে। আজ ঢাকাগামী বাংলাদেশ বিমান BG4092 তাঁকে দেশে পাঠানো হবে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় আরও দুটি মামলা রুজু করল সিবিআই
আরও পড়ুন: কংগ্রেসের পতাকা লাগালে প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল! উত্তপ্ত ২৬ নম্বর ওয়ার্ড