Kolkata Airport: ‘আল্লাহ বলেছে সূর্যের আলোই ক্ষমতা বাড়বে’, বিমানবন্দরে টার্মিনালের কাচ ভেঙে ঝাঁপ বাংলাদেশি যুবকের

Kolkata Airport: শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি।

Kolkata Airport: আল্লাহ বলেছে সূর্যের আলোই ক্ষমতা বাড়বে, বিমানবন্দরে টার্মিনালের কাচ ভেঙে ঝাঁপ বাংলাদেশি যুবকের
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)Image Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 01, 2025 | 10:44 PM

কলকাতা:  কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা যুবকের। সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে, অভিযুক্ত বাংলাদেশি। পরে ওই বাংলাদেশি যুবককে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজি লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি।

সিএসএফ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃত যুবক জানান, “আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোই তার ক্ষমতা বাড়বে।” শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। ধৃত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।