কলকাতা: ‘বিমানে বোমা রয়েছে…’মিলিটারি সতর্কতায় চরম আতঙ্ক কলকাতা বিমানবন্দরে।
রবিবার সকালে মিলিটারি লিয়াজো ইউনিট কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়, দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমা আছে। সেই সময়ে এমিরেটসের ফ্লাইট দুবাই থেকে কলকাতায় যাচ্ছিল যতক্ষণে কলকাতা এয়ারপোর্টের ম্যানেজারের কাছে এই এসএমএস আসে, যতক্ষণে তা সার্কুলেট করতে থাকে, ততক্ষণে এমিরেটসের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে গিয়েছে।
রবিবার সকাল ৮টা ১০ মিনিটে এই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ৮.৪০ মিনিট নাগাদ আবার ফিরে যাওয়ার কথা বিমানের। কিন্তু এই এসএমএসের ফলে বোম স্কোয়ার্ড চ্যাটিং চালানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। কিন্তু বিমানটি এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আছে।
কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কড়া সতর্ক বিমানবন্দর কর্তৃপক্ষও। চলছে নাকা চেকিং। পুলিশি টহলদারি চলছে। আরও পড়ুন: ছিনতাইবাজ-ভীতি ঠিক কতটা কাটিয়ে উঠতে পারলেন প্রাতঃভ্রমণকারীরা? ময়দানে পুলিশ কমিশনার