Kolkata Airport: সিট বেল্ট লাগিয়ে বসে তখন ৭৫ যাত্রী, হঠাৎ এল খবর, তারপরই…কলকাতা বিমানবন্দরে হুলুস্থুল

Indigo Flight: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, বুধবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে রাঁচির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল  ইন্ডিগো সংস্থার ৬ই ৭৬৭৪ বিমানের। সেই মতো নির্দিষ্ট সময়ে যাত্রীদের বিমানে বোর্ডিং করানো হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, বিমান ছাড়েনি।

Kolkata Airport: সিট বেল্ট লাগিয়ে বসে তখন ৭৫ যাত্রী, হঠাৎ এল খবর, তারপরই...কলকাতা বিমানবন্দরে হুলুস্থুল
ফাইল চিত্রImage Credit source: Facebook

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 01, 2024 | 7:51 AM

কলকাতা: ফের বিমানে আটকে যাত্রীরা। ইন্ডিগোর বিমানে দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা করতে হল যাত্রীদের। জানা গিয়েছে, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এক ঘণ্টারও বেশি সময় বিমানের ভিতরেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। বিমান পরিষেবায় এমন অবহেলায় ক্ষুব্ধ যাত্রীরা।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর, বুধবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে রাঁচির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল  ইন্ডিগো সংস্থার ৬ই ৭৬৭৪ বিমানের। সেই মতো নির্দিষ্ট সময়ে যাত্রীদের বিমানে বোর্ডিং করানো হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, বিমান ছাড়েনি। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর, সাড়ে ৮টার পর বিমানটি রাঁচির উদ্দেশে রওনা দেয়।

জানা গিয়েছে, বিমানটি টেক অফ করার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ট্যাক্সি বে থেকে রান বে-র দিকে যাচ্ছিল বিমানটি, সেই সময় ইঞ্জিন থেকে যান্ত্রিক ত্রুটির সঙ্কেত মেলে। এরপরই পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এবং বিমানটি ঘুরিয়ে বে নম্বর ১১ এল-এ নিয়ে আসে।

সংশ্লিষ্ট উড়ান সংস্থার ইঞ্জিনিয়াররা  এসে যান্ত্রিক ত্রুটি মেরামতি কাজ শুরু করে। দীর্ঘ এক ঘন্টা ধরে চলে সেই কাজ। গোটা সময়টাই যাত্রীরা বিমানের মধ্যেই অপেক্ষা করছিলেন।

বারংবার এই ধরনের ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই যাত্রী সুরক্ষা কোথায়? তা নিয়েও আঙুল উঠছে উড়ান সংস্থাগুলির দিকে।