Kolkata Airport: ছড়াচ্ছিল দুর্গন্ধ, বিমানের সিটেই মলত্যাগ করছিলেন! যাত্রীর কাণ্ডে কলকাতা বিমানবন্দরে বিমানসেবিকার প্রশংসনীয় পদক্ষেপ!
Kolkata Airport: ৬E ৬৫৫৬ অবতরণের কিছু সময় আগে কলকাতার আকাশে বছর চৌষট্টির এক মহিলা যাত্রী জগদিশ মদন শারীরিক অসুস্থতা অনুভব করেন। সিটে বমি মলত্যাগ করছিলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে বিমান সেবিকার।

কলকাতা: সিটে বসে থাকাকালীনই কেমন একটা অস্থিরতা দেখা যাচ্ছিল তাঁর মধ্যে। পাশের যাত্রী তা অনুভব করতে পেরেছিলেন। কিন্তু প্রথমটায় সেভাবে বিশেষ আমল দেননি। কারণ বিমান টেক অফে্র সময়ে অনেক যাত্রীই সাময়িক অসুস্থতা বোধ করেন। কিন্তু সিটে বসেই মলত্যাগ করে ফেলেন যাত্রী। সঙ্গে বমিও। বিমানে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সঙ্গে সঙ্গেই কলকাতা বিমানবন্দরে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি অবতরণ করা হয় বিমানের। বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট নাগাদ আমেদাবাদ থেকে কলকাতাগামী বিমানে এমন ঘটনা ঘটে।
৬E ৬৫৫৬ অবতরণের কিছু সময় আগে কলকাতার আকাশে বছর চৌষট্টির এক মহিলা যাত্রী জগদিশ মদন শারীরিক অসুস্থতা অনুভব করেন। সিটে বমি মলত্যাগ করছিলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে বিমান সেবিকার। প্রাথমিকভাবে তিনি পরীক্ষা করে দেখেন, শরীরের পালস ক্রমশ কমে আসছিল ওই যাত্রীর। বিমানে থাকা কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন।
পাইলট সেই মতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি অবতরণের অনুমতি চান। সেই মতো অনুমতি মিলে পাইলট বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে দ্রুততার সঙ্গে বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট নাগাদ অ্যাম্বুলেন্সে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বৃদ্ধা। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র মারফত খবর। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিমানবন্দরে তরফে।





