Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন, তুমুল হইচই

Kolkata Airport: জানা যাচ্ছে, কলকাতা বিমানবন্দরের দমকলের দশ নম্বর গেটে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, আগুনের স্ফুলিঙ্গ সেটি গিয়ে পড়ে একটি ব্যানারে। সেইখান থেকে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো ব্যানারটি।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন, তুমুল হইচই
আগুন লাগল বিমান-বন্দরেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 05, 2025 | 2:14 PM

কলকাতা: সবে দুপুর হয়েছে। সেই সময় আচমকা হইহই কলকাতা বিমানবন্দরে। দাউ-দাউ আগুনে জ্বলে গেল বিমানবন্দরের একটি স্টল। ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেইখান থেকেই আগুন লেগে যায় বলে খবর। ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা।

জানা যাচ্ছে, কলকাতা বিমানবন্দরের দমকলের দশ নম্বর গেটে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, আগুনের স্ফুলিঙ্গগিয়ে পড়ে একটি ব্যানারে। সেইখান থেকে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো ব্যানারটি। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এ দিকে, আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন চলবে ২ দিন। ৪০ টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি- শিল্প বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন। ৪০টির মধ্যে ২০ টি দেশ পার্টনার, এ কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ২০ টি দেশের রাষ্ট্রদূত কলকাতায় এসে পৌঁছেছেন। বিমান বন্দর দিয়েই আসছেন তাঁরা এখানে।