Dumdum Airport: ককপিটে এল ‘বিপদ সঙ্কেত’, কলকাতার আকাশে তখন ১৭০ জন যাত্রী…

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Aug 12, 2024 | 11:55 PM

Airport: দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, দুপুর ১টা ২০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইন্ডিগো 6E 2239 বিমানটি ১৭০ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে দিল্লি থেকে উড়ান নেয়। সাড়ে ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। এদিকে দেখা যায়, ককপিটে অপর্যাপ্ত জ্বালানির সঙ্কেত আসছে। ঠিক সেই সময় বিমানটি কলকাতার আকাশের কাছাকাছি অবস্থান করছিল।

Dumdum Airport: ককপিটে এল বিপদ সঙ্কেত, কলকাতার আকাশে তখন ১৭০ জন যাত্রী...
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: একদিকে বিমানে অপর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে বিমান সেবিকাদের নির্ধারিত কাজের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় দিল্লি থেকে বাগডোগরাগামী বিমান দীর্ঘক্ষণ অপেক্ষা করল কলকাতা বিমানবন্দরে। তাতেই যাত্রী ক্ষোভ তুঙ্গে। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, দুপুর ১টা ২০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইন্ডিগো ৬ই ২২৩৯ বিমানটি ১৭০ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে দিল্লি থেকে উড়ান নেয়। সাড়ে ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

এদিকে দেখা যায়, ককপিটে অপর্যাপ্ত জ্বালানির সঙ্কেত আসছে। ঠিক সেই সময় বিমানটি কলকাতার আকাশের কাছাকাছি অবস্থান করছিল। কলকাতার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে কলকাতায় অবতরণের অনুমতি চাওয়া হয়। বিকাল ৪টে ৪৫ নাগাদ বিমানটি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।

৯ নম্বর বে তে নিয়ে গিয়ে জ্বালানি ভরা হয় বিমানে। এদিকে এই গোটা প্রক্রিয়ায় অনেকটা সময় বেশি লাগে। বিমান সেবিকাদের আবার ততক্ষণে শিফ্ট শেষ। ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন’-এর কারণে বিমান সেবিকারা বিমান থেকে নেমে যায়। ফলে বিমানটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে কলকাতা বিমানবন্দরে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট বিমান সংস্থার ৬ জন কেবিন ক্রু আসার পর বিমানটি রাত ৮টা ১৮ মিনিটে কলকাতা থেকে বাগডোগরা উদ্দেশে রওনা দেয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article