
কলকাতা: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের খবর আসে। বেসরকারি বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে জানায়। এরপরই বিমান বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বম্ব স্কোয়াডকে দিয়েই প্রাথমিকভাবে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের ইতিমধ্যেই বিমান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।
ভারত পাক অস্থির পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট। ১৫ মে বন্ধ থাকছে দেশের ৩২ বিমানবন্দর। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমান বন্দরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও বিমান পরিষেবা স্বাভাবিক রাখা হয়। সঙ্গে জারি করা হয় অতিরিক্ত বিধিনিষেধ। ৭টি পর্যায়ে নজরদারি চলছে। সে কারণে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে বলা হয়েছে।
এই পরিস্থিতি মঙ্গলবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি আসে। মু্মইগামী ইন্ডিগো বিমানের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে তল্লাশি শুরু করে। ততক্ষণে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। নিরাপদস্থানে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তল্লাশিতে কিছুই মেলেনি। কোথা থেকে এই হুমকি এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।