Kolkata Airport: শতাধিক যাত্রীকে নিয়ে কলকাতার আকাশে চরম বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 29, 2024 | 9:07 AM

Kolkata Airport: পাইলট সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষকে জানিয়েছেন লেজার লাইটের বিষয়টি। জানা যাচ্ছে, নিউ টাউনের দক্ষিণ-পূর্ব দিক থেকে এই লেজার আলো দেখা গিয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ পুরো ঘটনা জানিয়েছে এনএসসিবিআইএ থানায়। বারবার এ বিষয়ে অভিযোগ জানানো সত্ত্বেও কেন এই সমস্যায় পড়তে হচ্ছে? প্রশ্ন উঠছে।

Kolkata Airport: শতাধিক যাত্রীকে নিয়ে কলকাতার আকাশে চরম বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান
ফাইল ছবি
Image Credit source: Youtube

Follow Us

কলকাতা: বিমান অবতরণ করতে আর বেশি দেরী নেই তখন। বিমানবন্দরের প্রায় কাছাকাছি চলে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। হঠাৎ বিপত্তি! লেজার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। আগরতলা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার এআই ৭৪৬ বিমানটিতে ছিলেন ১৪৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু। কলকাতার আকাশে বিমানবন্দর থেকে মাত্র ১১ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল বিমানটি। সেই সময় হঠাৎ করে লেজার লাইটের আলো ককপিটে পড়তেই চোখ ধাঁধিয়ে যায় পাইলট ও তাঁর সহকারীর। এতটাই বিভ্রান্তি তৈরি হয় যে দিক নির্ণয় করতেই বেগ পেতে হয় পাইলটকে।

লেজার লাইটের কারণে বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হচ্ছে পাইলটদের। মাঝ আকাশে এমন পরিস্থিতি কতটা ঝুঁকি ডেকে আনতে পারে, সে কথাই বলছেন বিশেষজ্ঞরা। তবে পাইলটের তৎপরতায় যাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবেই অবতরণ করেছে বিমানটি। বৃহস্পতিবার রাত ৮টা ১১ মিনিটে বিমান অবতরণ করে।

পাইলট সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষকে জানিয়েছেন লেজার লাইটের বিষয়টি। জানা যাচ্ছে, নিউ টাউনের দক্ষিণ-পূর্ব দিক থেকে এই লেজার আলো দেখা গিয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ পুরো ঘটনা জানিয়েছে এনএসসিবিআইএ থানায়।

লেজার লাইটের সমস্যা আজকের নয়। এই ধরনের আলো বন্ধ করার দাবি জানিয়ে রাজ্যের পুর দফতরের দ্বারস্থও হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপরও লেজার লাইটের ব্যবহার বন্ধ হচ্ছে না। কলকাতা বিমানবন্দর লাগোয়া এলাকাগুলো থেকে সেই আলো দেখা যাচ্ছে। যার জেরে রাতের শহরে বিমান অবতরণের সময় সমস্যায় পড়তে হচ্ছে বিমানচালকদের।

গত এক মাসে এই লেজার লাইটের কারণে দিক নির্ণয়ে সমস্যায় পড়তে হয়েছে অন্তত ৫ বার। রাজ্য প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠিও দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর লাগোয়া স্থানগুলোতে লেজার আলো ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছিল। তাতেও কেন কাজ হচ্ছে না, সেই প্রশ্নই সামনে আসছে।

Next Article